কলকাতা কথকতা

কলকাতা কথকতা

কলকাতার পতঙ্গবিদরা জানালেন, পঙ্গপালের ঝাঁক বাংলাদেশ যাবে না

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ১০:১৮ পূর্বাহ্ন

কলকাতার নামী পতঙ্গবিদরা বাংলাদেশের পাশে বরাভয় নিয়ে দাঁড়ালেন। রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ দল এফএও যদিও জানিয়েছিল, পাকিস্তান ও ভারতে মাইলের পর মাইল ক্ষেত সাবাড় করে দেয়া পঙ্গপালের ঝাঁক এরপর বাংলাদেশে হানা দেবে। কিন্তু, কলকাতার একদল নামী এন্টোমোলজিস্ট বা পতঙ্গবিদ জানাচ্ছেন যে মৌসুমী বায়ুর গতিপথ এর ওপর পঙ্গপালের ঝাঁকের আসা যাওয়া নির্ভর করে। পাকিস্তান থেকে ভারতে ঢুকে হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশের ক্ষেতের ফসল নষ্ট করে পঙ্গপালের ঝাঁক উড়ে গেছে রাজস্থানের মরু অঞ্চলের দিকে। মৌসুমী বায়ু অনুসরণ করে তা ফিরবে আবার পাঞ্জাবের দিকে। তারপর আবার তা যাবে রাজস্থান অভিমুখে। মৌসুমী বায়ুর গতিপথ যখন বাংলাদেশ অভিমুখী হবে ততদিনে পঙ্গপালের প্রজনন ঋতু এসে যাবে। সেই সময় পঙ্গপাল ওড়েনা। তাই, বাংলাদেশের পঙ্গপাল আক্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নেই। রাষ্ট্রসঙ্ঘ দু মাস আগেই এই পঙ্গপালের ঝাঁক সম্পর্কে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশকে অবহিত করেছিল। এই মর্মে মানবজমিনে বিস্তারিত রিপোর্টও প্রকাশিত হয়েছিল। পাকিস্তান এবং ভারতের ফসল এই পঙ্গপালের ঝাঁক দ্বারা ক্ষতিগ্রস্ত হলেও বাংলাদেশে বিপদের সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status