বিশ্বজমিন

যুক্তরাষ্ট্রের চলমান বিক্ষোভে জার্মানির সমর্থন

মানবজমিন ডেস্ক

৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ১০:০৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বর্নবাদ বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদকে সমর্থন জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এক বিবৃতিতে এ সমর্থন প্রকাশ করেছেন। তিনি বলেন, পুলিশের নিষ্ঠুরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ যুক্তরাষ্ট্রে পরিবর্তন আনতে পারবে৷ বিক্ষোভ চলাকালীন জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের এক সাংবাদিককে হেনস্থা ও তার কাজে বাঁধা দেয়া হয়েছে। এ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ তুলবেন বলেও জানান। এদিকে, পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ চলছে৷ বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে অনেক স্থানে৷ যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে প্রতিবাদ৷ মঙ্গলবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে হাইকো মাস বলেন, পুলিশি নিষ্ঠুরতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ পুরোপুরি সমর্থনযোগ্য৷ আমি শুধু এ আশা করতে পারি যে, শান্তিপূর্ণ প্রতিবাদ সহিংসতায় রূপ নেবে না। এসবের একটা ইতিবাচক প্রভাব পড়বে এই আশাই করছি৷ যুক্তরাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে নিজের বক্তব্য টুইটারেও লিখেছেন হাইকো মাস৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status