বাংলারজমিন

টুকরো খবর

৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ৭:৩৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জ হাসপাতালের আইসোলেশনে মৃত্যু বেড়ে ৯
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে: মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন (৭৪)। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. আরশাদ উল্লাহ বলেন, মুক্তিযোদ্ধা সফিউদ্দিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় হাসপাতালে ভর্তি হন। বুধবার ভোর সাড়ে ৪টায় তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে সকাল ৭টায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জনে। নিহতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন কিশোর। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২ জন। একজন সিংগাইরে এবং অন্যজন হরিরামপুরে।
এদিকে, মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৩ জনই হরিরামপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৭৬ জন। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
মুক্তিযোদ্ধা সফিউদ্দিনের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বন্যা গ্রামে। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি ১১ নম্বর সেক্টরের অধীন সিরাজগঞ্জের চৌহালি উপজেলা কমান্ডার ছিলেন। তিনি ভারতের দেড়াদুন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে সাহসিকতার সঙ্গে গ্রুপ কমান্ডের দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জের চৌহালি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার আফতাব উদ্দিন তালুকদার।
মুক্তিযোদ্ধা সফিউদ্দিনের বাড়ি টাঙ্গাইল জেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার-পরিজনসহ মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর সদর সদর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামে শ্বশুরবাড়ি বসবাস করে আসছিলেন।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরনি আক্তার বলেন, মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ একজন তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা ছিলেন। বিকেল ৫টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ঠাকুরকান্দি গ্রামের কবরস্থানে দাফন করা হবে। করোনা উপসর্গ থাকায় তার জানাজা ও দাফন সরকারি বিধান বা প্রটোকল অনুযায়ী হবে বলে জানান তিনি।

মুন্সীগঞ্জে হাসপাতালে তিনজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বুধবার চিকিৎসাধীন অবস্থায় ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। নিহতরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। জহির নামের একজন গত ২রা জুন করোনার উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন। ৩১শে মে সিরাজুল ইসলাম নামে আরেক রোগী করোনার উপসর্গ নিয়ে এসে ভর্তি হন। ৩ দিন চিকিৎসার পর বুধবার রাত ৩টায় সিরাজ এবং মঙ্গলবার রাতে ভর্তি হওয়া জহির বুধবার সকালে মারা যায়। মৃত জহির সদর উপজেলার মুক্তারপুর এলাকার রফিক ভূঁইয়ার পুত্র। সে একজন কসমেটিক দোকানি ছিলেন। মৃত সিরাজুল শহরের ইদ্রাকপুর এলাকার বাসিন্দা। অপরদিকে টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে করোনা পজিটিভ নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন মাসুদ (৫৫)। সেও বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে ১৩
সাতক্ষীরা প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করার কিছূ সময় পর তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩-তে। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৬ জন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালের আইসোলশনে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মৃত নারীর নাম আখিরন বিবি (৪৩)। তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শাজাহান আলীর স্ত্রী। তিনি বুধবার সাড়ে ১১ টার দিকে ভতি হন। তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি জানান, তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হবে। ইসলামি ফাউন্ডেশনের সদস্যরা তাকে দাফন করবেন।
এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে। এদিকে, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সুনামগঞ্জে একদিনে ৩৯ জন আক্রান্ত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে একদিনে রেকর্ড ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। সিভিল সার্জন বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনা টেস্টে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ র‌্যাব সদস্যসহ সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, ছাতক উপজেলায় ১২ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা উপজেলায় ২জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন। এ নিয়ে সুনামগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ২১৩ জন। জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মঙ্গলবার ২২৭টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৯টির রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে।

শাহরাস্তিতে করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মো. ইলিয়াস (৩২) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় উপজেলা রায়শ্রী উত্তর ইউপি’র উনকিলা গ্রামের শহীদুল্লাহ কোম্পানির বাড়িতে মৃত্যুর এ ঘটনা ঘটে। ওই বাড়ির শহীদুল্লাহর পুত্র ব্যবসায়ী ইলিয়াস গত ১২ দিন পূর্বে তার  চট্টগ্রামের ওয়ার্কশপ ব্যবসা গুটিয়ে নিজ বাড়িতে চলে আসেন। এসেই কয়েকদিন পর জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়। গত শুক্রবার (২৯ মে) স্বপ্রণোদিত হয়ে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা দেন।

চাটমোহরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নজরুল ইসলাম (৫২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান ওই বৃদ্ধ। তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা নতুনপাড়া গ্রামের ঢলু প্রামাণিকের ছেলে। পরিবারের বরাত দিয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রুহুল কুদ্দুস ডলার জানান, নজরুল ইসলাম নামের ওই বৃদ্ধ শ্বাসকষ্টের রোগী ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি সর্দি-কাশি ও জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার দিনগত রাতে অসুস্থ বোধ করলে তাকে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়। পরে রাত ১১টার দিকে মারা যান ওই বৃদ্ধ। মৃত ওই ব্যক্তির বাড়িতে স্বাস্থ্য কর্মীদের পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status