খেলা

হত্যাকাণ্ড নিয়ে নীরব আইসিসি

স্পোর্টস ডেস্ক

৪ জুন ২০২০, বৃহস্পতিবার, ৭:২৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড নিয়ে ইংলিশ ক্রিকেট বোর্ড ছাড়া আর কোনো বোর্ডই তেমন কথা বলেনি। এমনকি নীরব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)! আইসিসির আচরণে ক্ষুব্ধ ড্যারেন স্যামি। সংস্থাটিকে ধুয়ে দিয়েছেন তিনি। এছাড়া বর্ণবাদ ইস্যুতে চুপ না থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
টুইটারে এক পোস্টে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক স্যামি লিখেছেন, ‘আমার ভাইকে (জর্জ ফ্লয়েড) পায়ের তলায় পিষে হত্যা করার ভিডিও দেখার পরেও যদি বর্ণবাদের বিরুদ্ধে ক্রিকেট বিশ্ব আওয়াজ না তোলে, উঠে না দাঁড়ায়, তাহলে বুঝতে হবে আপনিও সমস্যার একটা অংশ।’
বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ না তোলায় আইসিসিকে উদ্দেশ্য করে স্যামি লিখেছেন, ‘আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডরা কি অন্ধ, তারা কি দেখতে পাচ্ছে না আমার মতো (কৃষ্ণাঙ্গ) মানুষদের সঙ্গে কী ঘটছে? আমার মতো মানুষদের বিরুদ্ধে হওয়া সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না আপনারা? এটা শুধু আমেরিকার বিষয় নয়, এটা নিত্যদিনের ঘটনা। কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান।’
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে স্যামি বলেছেন, ‘এখন চুপ থাকার সময় নয়, আমি আপনাদের শুনতে চাই, আওয়াজ তুলুন। দীর্ঘদিন ধরেই কৃষ্ণাঙ্গ মানুষেরা এসব সহ্য করছে। আমি এখন সেন্ট লুসিয়াতে আছি এবং আমি খুবই হতাশ হবো যদি আপনারা আমাকে সতীর্থ হিসেবে দেখেন কিন্তু জর্জ ফ্লয়েডের ঘটনায় চুপ থাকেন। আপনি কি সমর্থন প্রকাশ করে পরিবর্তনের অংশ হবেন?’ স্যামির এক সময়কার সতীর্থ ক্রিস গেইল জানিয়েছেন, তিনিও বিভিন্ন সময় বর্ণবাদের শিকার হয়েছেন। শুধু কৃষ্ণাঙ্গ ফুটবলার নয়, কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদেরও যে এই বাজে অভিজ্ঞতার মুখামুখি হতে হয় সেটা ফুট উঠেছে গেইলের কণ্ঠে। তিনি বলেন, ‘শুধু ফুটবলে নয়, ক্রিকেটেও বর্ণবাদ আছে। এমনকি দলের মধ্যেই কালো মানুষ হিসেবে আমি বাজে আচরণের শিকার হয়েছি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status