বাংলারজমিন

কেরানীগঞ্জে ৫১৩ জন করোনায় আক্রান্ত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

৩ জুন ২০২০, বুধবার, ৫:৫৫ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৬জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৫১৩জনে। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন বলেন, নতুন আক্রান্তের  ১৬ জনের মধ্যে জিনজিরা ইউনিয়ন ৩ জন,আগানগর ইউনিয়নে ১জন, কালিন্দী ইউনিয়নে ১জন, কোন্ডা ইউনিয়নে ১জন, তেঘরিয়া ইউনিয়নে ৫ জন ও শুভাঢ্যা ইউনিয়নে ৫ জন করোনা রোগী রয়েছে। জিনজিরা ইউনিয়নের ৩ জনের মধ্যে ১ জন পুরুষ ও ২জন নারী। তাদের একজনের বাড়ি জিনজিরা মডেল টাউনে এবং অন্য একজনের বাড়ি গোলাম বাজারে। অপরজনের বাড়ি জিনজিরা রসুলপুরে। তেঘরিয়া ইউনিয়নের ৫ জনের সবাই পুরুষ। শুভাঢ্যা ইউনিয়নের ৫ জনের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী এদের মধ্যে একজনের বাড়ি শুভাঢ্যা উত্তর পাড়া ও অপরজনের বাড়ি শুভাঢ্যা পশ্চিম পাড়া এলাকায়। নারীদের মধ্যে দুইজন সহদর কিশোরী বোন রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status