বাংলারজমিন

লিবিয়ায় বাংলাদেশী অপহরণ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

৩ জুন ২০২০, বুধবার, ৫:৫১ পূর্বাহ্ন

লিবিয়ায় বাংলাদেশী অপহরণ চক্রের ২ সদস্যকে বরগুনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বুধবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুরুলে অবস্থিত র‌্যাব-১২ হেড কোয়াটারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‌্যাব ১২’র কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মোহাম্মদ খায়রুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলো, বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সজল (২৩) ও একই উপজেলার নাচনাপাড়ার ইউসুফ গোড়ামীর ছেলে ইদ্রিস আলী (৩৬)।
র‌্যাব কর্মকর্তা বলেন, সম্প্রতি বরগুনার লিবিয়া প্রবাসী মুরশিদ গাজী ও বগুড়ার লিবিয়া প্রবাসী সাইফুল লিবিয়ায় অপহৃত হয়। অপহরণকারীরা লিবিয়া থেকে ফেক ফেসবুক আইডি থেকে অপহৃত মুরশীদ গাজীর বড় ভাই বেলাল গাজীকে অপহরকারীদের নির্যাতনের একটি ভিডিও ফুটেজ পাঠায় এবং তাদের নিকট ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে। মুক্তিপণ না দেয়া হলে তাদের হত্যার হুমকি দেয়া হয়। ওই সময় তাদের বিকাশ এবং নগদের নম্বর দেয়া হয়। অপহৃতদের মধ্যে মুরশীদের পরিবার সেই নম্বরে ১ লাখ ৪০ হাজার টাকা এবং সাইফুলের পরিবার ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। একপর্যায়ে র‌্যাবের হাতে সেই নির্যাতনের ভিডিও ফুটেজটি আসলে র‌্যাব ভিডিও ফুটেজ এবং মোবাইল নম্বরগুলোর সুত্রধরে অভিযানে নামে। এ অবস্থায় মঙ্গলবার রাতে বরগুনার পাথরঘাটা থেকে অপহরনকারী চক্রের মুল সদস্য লিবিয়া প্রবাসী সোহেলের ছোট ভাই সজল এবং নগদের এজেন্ট ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে অপহরণ কাজে ব্যবহৃত ১১টি মোবাইল সেট, ২৯টি সীম কার্ড, হিসাবের খাতাসহ নগদ টাকা উদ্ধার করা হয়। তবে অপহৃতরা লিবিয়ায় সুস্থ্য রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। সেই সাথে লিবিয়ায় বাংলাদেশীদের হত্যা চক্রের সাথে এই চক্র জড়িত আছে কিনা সেটা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status