বাংলারজমিন

শিবগঞ্জে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি

৩ জুন ২০২০, বুধবার, ৫:৪৯ পূর্বাহ্ন

 করোনা ভাইরাস প্রাদুর্ভাবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কর্মহীন পড়া অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন’র অর্থায়নে ও ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জের প্রধান ভলান্টিয়ার মোসা. সারমিন আকতারের উদ্যোগে শিবগঞ্জ উপজেলার দেওয়ান জাইগীর, বড়চক, কানসাট, টিকোরী, গুচ্ছোগ্রাম ও বাজিতপুর গ্রামের কর্মহীনপড়া অসহায় ও দরিদ্রদের বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন একদল স্বেচ্ছাসেবী দল।
এসময় ওইসব এলাকার ৭০টি পরিবারকে খাদ্য সামগ্রী ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি মিষ্টি কুমড়া, ১ কেজি ঢেড়স, ১ পিস লাউ ও ১ লিটার তেল দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের প্রধান ভলান্টিয়ার মোসা. সারমিন আকতার জানান, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন বাংলাদেশের ৬৪ জেলাতেই ত্রাণ সামগ্রী নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। আমাকে এসময় সহযোগিতা করেছেন স্থানীয় একদল স্বেচ্ছাসেবী দল। স্বেচ্ছাসেবী দলে ছিলেন, কানসাট থেকে মোহা. ইমরান আলী, শাহবাজপুর-মুসলিমপুর থেকে মো. আল-আমিন, মোবারকপুর-টিকোরী থেকে মো. আব্দুল আওয়াল, কানসাট গুচ্ছোগ্রাম থেকে মহি মিজান ও শ্যামপুর-বাজিতপুর থেকে এইচ.এস হায়দার আহমেদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status