বাংলারজমিন

রাজশাহী বিভাগে ১ হাজার ৫০ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

৩ জুন ২০২০, বুধবার, ৫:৪৬ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে আরো ৮৮ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ১ হাজার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫৩ জন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮০ জন। এ পর্যন্ত বিভাগজুড়ে ৯ জনের প্রাণ নিয়েছে করোনা। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ৮৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এক দিনে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড এটি। এদিন সর্বোচ্চ ৫৭ জনের করোনা ধরা পড়েছে বগুড়ায়। এছাড়া সিরাজগঞ্জ ও পাবনায় ১৩ জন করে এবং নাটোরে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন। বিভাগের আট জেলার মধ্যে এ পর্যন্ত বগুড়ায় ৪৪৯ জন, জয়পুরহাটে ১৮৯ জন, নওগাঁয় ১৩২ জন, রাজশাহীতে ৬১ জন, নাটোরে ৫৮ জন, সিরাজগঞ্জে ৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৪ জন এবং পাবনায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত রাজশাহীতে ৩ জন, নওগাঁয় দুজন, সিরাজগঞ্জে দুজন, বগুড়ায় একজন এবং নাটোরে একজনের প্রাণ গেছে করোনায়। তবে সুস্থ হয়েছেন নওগাঁয় ৮৯ জন, জয়পুরহাটে ৭৮ জন, বগুড়ায় ৩৩ জন, রাজশাহীতে ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৩ জন, নাটোরে ১১ জন, সিরাজগঞ্জে ৮ জন এবং পাবনায় ৮ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status