বাংলারজমিন

শেরপুরে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে অভিযান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

৩ জুন ২০২০, বুধবার, ৪:৫৫ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডে গণ পরিবহনের শৃংখলা ফেরাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
মঙলবার বিকেল সাড়ে ৩টায় নওগাঁ থেকে ঢাকা গামী যাত্রীবাহী দিবাকোচ শাহ্ফতেহ আলী ঢাকা মেট্রো ব-১৪-৫৫৮৮ শেরপুর খেজুরতলা ঢাকা বাসস্ট্যান্ডে যাত্রী উঠানোর জন্য থামে। এদিকে আগে থেকেই যাত্রীদের অভিযোগ পাওয়ার ভিত্তিতে শেরপুর উপজেলা সহকারি কমিশনার ভূূমি ও শ্যাজিষ্ট্রেট মো. জামশেদ আলাম রানা এর ভ্রাম্যমান আদালত সেখানে হাজির হয়ে যাত্রীদের অভিযোগ আমলে নেয়।
যাত্রীরা জানায়, নওগাঁ থেকে ঢাকায় পূর্বের ভাড়া ছিল ৫৫০টাকা। বর্তমানে সরকারি হিসেবে ৬০% বৃদ্ধি করে যাত্রী প্রতিভাড়া ৭৫০টাকা। সেখানে জোর পূর্বক আদায় করা হয়েছে ৯০০টাকা। উম্মে কুলছুম রুবা বি-৪ আসনের একজন মহিলা যাত্রী জানায়, বার বার অনুরোধ করার পরেও ১৫০টাকা বেশি নেয়া হয়। নওগাঁ বাসস্ট্যান্ড কাউন্টার থেকে জন প্রতি ১৫০টাকা অতিরিক্ত সহ ৯০০টাকা আদায় করা হলেও টিকিটের ওপরে লেখা হয়েছে ৭৫০টাকা ভাড়া। একই ধরনের অভিযোগ করেন পাশের যাত্রী মুসফিকুর রহমান, আপন হুসাইন, খোকন মিয়া, শাহীন আলম ও জুয়েল রানা। তাদের কাছ থেকে আদায় কৃত অতিরিক্ত ভাড়া ১৫০হারে ফেরত দেয়া হয়। কোচের কন্ডাকটার মো. আব্দুর রহমান জানান, নওগাঁ কাউন্টার থেকে আমাকে যাত্রীদের চালানে ৭৫০টাকা হারে টাকা বুঝে দেয়া হয়েছে। এছাড়াও ওই কোচের ভেতরে অতিরিক্ত যাত্রী বহনের কারণে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের।  সন্ধ্যা পোনে সাতটায় ভ্র্যম্যমান আদালত পাশের শ্যামলী পরিবহনের এনআর কাউন্টারে সিলেট গামী একজন যাত্রীর অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে ৩০০০টাকা এবং শাহফতেহ আলী কাউন্টারের মালিক নুরুর নিকট থেকে ২০০০ টাকা সহ মোট ৫০০০টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও আদালত শাহফতেহ আলী সহ বেশ কয়েকটি কাউন্টার কে সতর্ক করে দেন। এদিকে আদালত চলাকালীন সময়ে খেজুরতলা ঢাকা কোচ কাউন্টারের প্রায় ২৫টি ঘর বন্ধ হয়ে যায়। আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর শেরপুর থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে ৩৫০টাকা ভাড়া ৬০%বাড়িয়ে ৫৬০ টাকা থেকে মুহুর্তের মাঝে ৭০০টাকায় প্রতিটি টিকিট কেনাবেচা হতে দেখা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status