বাংলারজমিন

পাকুন্দিয়ায় করোনা থেকে সুস্থ হলেন আরো তিনজন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

৩ জুন ২০২০, বুধবার, ৩:৫৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কোভিড-১৯ করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হওয়া আরো তিনজন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। আক্রান্ত হওয়ার পর থেকে পরপর দুটি টেস্টে তাদের করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। প্রেক্ষিতে বুধবার সকালে তাদের তিনজনকে সুস্থ বলে ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে করে উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে ৭জন সুস্থ হলেন। নতুন করে সুস্থ হওয়া ব্যক্তিরা হলেন, পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামের হাবিবুল্লাহ সোহাগ, সৈয়দগাঁও এলাকার সাজিদুল ইসলাম মুন্না ও উপজেলার আঙ্গিয়াদী আদিত্যপাশা গ্রামের মো.রতন মিয়া।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে এ পর্যন্ত ৩২৫জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে কোভিড-১৯ করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায় ১৭জনের শরীরে। তাদের মধ্যে বেশ কয়েকজনের কোন উপসর্গ ছাড়াই করোনা ভাইরাস পজেটিভ আসে। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে হোম আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলায় এ পর্যন্ত ৭জন সুস্থ হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। তবে এক্ষেত্রে স্থানীয় গন্যমান্য কিংবা দায়িত্বশীল ব্যক্তিদের তেমন সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

কোভিড-১৯ভাইরাস থেকে সুস্থ হওয়া মো.হাবিবুল্লাহ সোহাগ বলেন, কোন উপসর্গ ছাড়াই আমার করোনা পজেটিভ আসে। এরপর থেকে আশপাশের লোকজনের সহযোগিতা পাওয়া তো দূরের কথা বিভিন্ন গুজবে মানসিকভাবে ভেঙে পড়ার অবস্থা তৈরি হয়েছিল। তবে স্বাস্থ্য বিভাগের পর্যাপ্ত সহযোগিতা ও পরামর্শে এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকে পরপর দুটি টেস্টে নেগেটিভ আসে। এতে অনেকটাই স্বস্থির নিঃশ্বাস ফেলতে পারছি। তবে তিনি আক্রান্ত ব্যক্তিদের অবহেলা না করে তাদের এমন দুঃসময়ে সাহস দিতে আশপাশের লোকজনের প্রতি অনুরোধ জানান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জমির মো.হাসিবুস ছাত্তার বলেন, করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে শুরু থেকেই তৎপর রয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সবদিক স্বাস্থ্য বিভাগকেই সামলাতে হচ্ছে। এক্ষেত্রে স্থানীয় লোকজন এগিয়ে আসছেন না। বরং তারা আক্রান্ত ব্যক্তি নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে চিকিৎসা সেবা ব্যাহত করছেন। এমন দুর্যোগে সকলকে এগিয়ে এসে একে অপরের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে অনুরোধ করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status