বাংলারজমিন

মুন্সীগঞ্জে আইসোলেশনে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে

৩ জুন ২০২০, বুধবার, ৩:২৫ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বুধবার চিকিৎসাধীন অবস্থায় ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। নিহতরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। জহির নামের একজন গত ২ জুন করোনার উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন। ৩১ মে সিরাজুল ইসলাম নামে আরেক রোগী করোনার উপসর্গ নিয়ে এসে ভর্তি হন। ৩ দিন চিকিৎসার পর বুধবার রাত ৩ টায় সিরাজ এবং মঙ্গলবার রাতে ভর্তি হওয়া জহির বুধবার সকালে মারা যায়।
মৃত জহির সদর উপজেলার মুক্তারপুর এলাকার রফিক ভুইয়ার পুত্র। সে একজন কসমেটিক দোকানি ছিলেন। মৃত সিরাজুল শহরের ইদ্রাকপুর এলাকার বাসিন্দা।
অপরদিকে টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে করোনা পজেটিভ নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন মাসুদ (৫৫)। সেও বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

এ ব্যাপারে সিলিভ সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, ৩ জন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এদের মধ্যে ১ জন রোগী করোনা পজেটিভ নিয়ে ভর্তি হন এবং বাকী ২ জন করোনার উপসর্গ নিয়ে আসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।
তিনজনের মরদেহ স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশননের মাধ্যমে দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মুন্সীগঞ্জে মঙ্গলবার ছয় পুলিশসহ আরও ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status