কলকাতা কথকতা

কলকাতা কথকতা

জোড়াসংকটে মৌসুমি দুই ফল আম আর লিচু, ফল ব্যবসায় নাভিশ্বাস

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৩ জুন ২০২০, বুধবার, ২:৪৮ পূর্বাহ্ন

বছরের এই সময়টাতে বাজারে টুকরিতে টুকরিতে সোনালী - টুকটুকে লাল রঙের আম ভরে থাকে। লিচুর ঝাড় মনকে টানে। এবার করোনা আর আম্ফানের জোড়া ফলায় বিদ্ধ আম, লিচুর বাজার। করোনার লকডাউনের ফলে আম লিচুর বাজারে টান পড়েছিল। কলকাতার বাজার ধসে গেল আম্ফানের প্রকোপে। রাজ্য সরকারের হিসাব জানাচ্ছে, আম্ফানের ফলে চল্লিশহাজার টন আম ও দশ হাজার টন লিচুর ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আমের তালিকায় আছে হিমসাগর, ল্যাংড়া, বেগমফুলি, লক্ষণভোগ ও ফজলি আম। মুর্শিদাবাদ, মালদহ, নাদিয়া এবং দুই চব্বিশ পরগনায় আমের ফলন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগে কলকাতার বাজারে প্রতিদিন আম ভর্তি একশো পঁচিশ থেকে দেড়শোটি ট্রাক আসতো। আম্ফানের পর কমে তা দৈনিক পঁয়তাল্লিশটিতে দাঁড়িয়েছে। প্রতিদিন কলকাতার বাজারে পনেরো টন করে আম আসতো। এখন তা বহুলাংশে কমেছে। কলকাতায় আম - লিচুর পিক মৌসুমের পনের জুন থেকে শুরু করে পনের জুলাই পর্যন্ত। এবার ফল ব্যবসায়ীদের মাথায় হাত বাজারের আগাম অবস্থা ভেবে। এই সময়টা বাংলা ছাড়াও বিহার, উত্তরপ্রদেশ থেকে প্রচুর চালান আসে আম লিচুর। মজফ্ফরপুরের লিচুর তো আলাদা স্বাদ। কিন্তু প্রথমে করোনা, পরে আম্ফান আম লিচুর ফলনে জোর ধাক্কা দিয়েছে। এবার বাঙালিকে আম লিচু খেতে হবে দ্বিগুন দাম দিয়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status