বাংলারজমিন

নবীনগরে নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত

নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি

২ জুন ২০২০, মঙ্গলবার, ৭:৩৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আজ নতুন করে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ  মঙ্গলবার  আইইডিসিআর হতে প্রাপ্ত রিপোর্ট থেকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাবিবুর রহমান । এ নিয়ে নবীনগরে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।  নবীনগরে নতুন করে  পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্তরা হলেন, নবীনগর সরকারী হাসপাতালের ডাক্তার খাইরুল ইসলাম, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জীবনগঞ্জ বাজার কৃষি ব্যাংক শাখার ম্যানেজার আবদুল্লাহ আল রোমান, নবীনগর কৃষি ব্যাংকের সিকিউরিটি গার্ড আব্দুল হকের ছেলে নিলয়, নবীনগর মধ্যপাড়ার  রাহুল।

এ নিয়ে নবীনগর উপজেলায় মোট আক্রান্ত ৪৩ জন।

নবীনগর মধ্যপাড়ার  রাহুল কে ইতি মধ্যেই নবীনগর হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে।   বাকী ৪ জনকে  বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে।  

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আক্রান্তদের মধ্যে মধ্যপাড়ার  রাহুল কে   হাসপাতালের   আইসোলেশনে আনা হয়েছে।   বাকী ৪ জনকে  বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status