বাংলারজমিন

পাকুন্দিয়ার সবুজ মাস্টার আর নেই

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

২ জুন ২০২০, মঙ্গলবার, ৪:৪৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সর্ব মহলে পরিচিত একেএম সাইফুল আলম সবুজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মঙলবার ভোর ৫টা ৩০মিনিটে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি পাকুন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়নের মানুল্লারচর হাজীবাড়ি নিবাসী মরহুম আবদুস সামাদের বড় ছেলে। একেএম সাইফুল আলম সবুজ পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৬মে মঙলবার ভোর ৪টা ৩০মিনিটে ব্রেইন স্ট্রোক করেন। পরে তাঁকে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি ৭দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মঙলবার (২জুন) ভোর সাড়ে ৫টায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙলবার বেলা ৩টায় তারাকান্দি শফিউল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

একেএম সাইফুল আলম সবুজ সকলের কাছে খুবই পরিচিত ছিলেন। অত্যন্ত বিনয়ী ব্যবহারের এ শিক্ষকের মৃত্যুতে তাঁর সহকর্মী শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status