বাংলারজমিন

কুমিল্লায় লরি খাদে পড়ে একজন নিহত

স্টাফ রিপোর্টার কুমিল্লা থেকে

২ জুন ২০২০, মঙ্গলবার, ৪:০৯ পূর্বাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শিকারপুর গ্রামে পল্লী বিদ্যুৎ-৪ এর বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য ক্রেন বহনকারী একটি লরি পুকুরে পড়ে হেদায়েত উল্লাহ নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ১০/১২ শ্রমিক আহত হয়।
নিহত হেদায়েত উল্লাহ বারপাড়া ইউনিয়নের ছনগাঁও গ্রামের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় ফাহিম কনস্ট্রাকশন নামের পল্লী বিদ্যুৎতের ঠিকাদার প্রতিষ্ঠানের ক্রেন বহনকারী একটি লরি ১২/১৪ শ্রমিক নিয়ে রেল লাইনের কাজে যাওয়ার পথে শিকারপুর গ্রামে রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। এ সময় অল্পের জন্য ১০/১২ জন শ্রমিক প্রাণে রক্ষা পেলেও হেদায়েত উল্লাহ নামের এক শ্রমিক লরির নিচে চাপা পড়ে মারা যায়। সদর দক্ষিণ ফায়ার সার্ভিস টিম দীর্ঘ চার ঘন্টা যাবত লাশ ও লরি উদ্ধার করে।
সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পিপিএম জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status