বাংলারজমিন

নীলফামারীতে করোনা রোগী বেড়ে ১৩০

নীলফামারী প্রতিনিধি

২ জুন ২০২০, মঙ্গলবার, ৭:১২ পূর্বাহ্ন

এ জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ১লা জুন সিভিল সার্জন দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী এ জেলায় ১৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ জন। একই সূত্র জানায়, এ পর্যন্ত গোটা জেলা থেকে ১৭৫৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও ৩১শে মে পর্যন্ত ১৫১৫ জনের ফল পাওয়া যায়। ঘনবসতিপূর্ণ এ জেলায় করোনা মোকাবিলার মূলমন্ত্র সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে নেই তেমন কোনো সচেতনতা। সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি বেমালুম উপেক্ষিত সর্বত্রই এ জেলায়। হাট-বাজার-দোকান-ব্যবসা প্রতিষ্ঠান কোথাও নেই সামাজিক দূরত্ব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status