খেলা

জীবন কিংবা ফুটবল কোনটাই স্বাভাবিকভাবে ফিরবে না: মেসি

স্পোর্টস ডেস্ক

৩১ মে ২০২০, রবিবার, ৯:২২ পূর্বাহ্ন

করোনা বদলে দিয়েছে পৃথিবী। প্রায় সব দেশই লকডাউন শিথিল করেছে। ফিরতে শুরু করেছে ফুটবলও। ১২ই জুন শুরু হবে স্প্যানিশ লা লিগা। পুরোদমে চলছে অনুশীলন। মাঠে ফিরতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড মনে করেন, করোনা ভাইরাসের আগে যেমন ছিল ফুটবল ও জীবনযাপন; সহসাই তেমন হবে না। তিনি বলেন, ‘ফুটবল আর আগের মতো করে ফিরবে না। শুধু ফুটবল নয় জীবনও স্বাভাবিকভাবে ফিরবে না। করোনা পরবর্তী বিশ্ব কিভাবে চলবে এটা নিয়ে সবাই উৎকন্ঠার মধ্যে রয়েছে। করোনার এমন ভয়াল রূপ সম্পর্কে কেউই অবহিত ছিল না। হঠাৎই সব কিছু এলোমেলো হয়ে যায়। কারো কারো জন্য সময়টা আরো কঠিন ছিল। অনেকের আত্মীয়-স্বজন মারা গেছেন। তাদের শেষ বিদায়ও জানাতে পারেনি।’

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের জন্য দুঃখপ্রকাশ করে মেসি বলেন, ‘আমি মনে করি এই সময়টা সবার জন্য অনেক কঠিন। অনেকেই তাদের কাছের মানুষদের হারিয়েছেন। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। এটা খুবই হতাশার আর কষ্টের।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status