কলকাতা কথকতা

কলকাতা কথকতা

ভারত শুধু ভারতই, ইন্ডিয়া কিংবা হিন্দুস্থান নয়, সুপ্রিম কোর্টে মামলা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৩১ মে ২০২০, রবিবার, ৪:৪৩ পূর্বাহ্ন

ভারতের নাম থাকুক শুধু একটাই,  ভারত ৷  ইন্ডিয়া কিংবা হিন্দুস্থান নয় ৷   সুপ্রিম কোর্টে মঙ্গলবার এই মামলার শুনানি,  যাতে সম্পৃক্ত হতে কলকাতা থেকে  যাচ্ছেন কয়েকজন আইনজীবী ৷   গুরুত্বপূর্ণ এই মামলাতে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেই দিকে তাকিয়ে গোটা দেশ ৷ জনস্বার্থের এই মামলার আবেদনে বলা হয়েছে,  চন্দ্র বংশীয় রাজা ভরতের নামানুসারে এই ভূখণ্ডের নাম হয় ভারত ৷  ইংরেজরা ইন্দাস ভ্যালির সঙ্গে মিল   রেখে ভারতের নাম করেছিল ইন্ডিয়া ৷  এবং কিছু স্বার্থান্বেষী মানুষ ধর্ম নিরপেক্ষ এই পবিত্র ভূমির নাম হিন্দুস্থান বলে উল্লেখ করে ৷  একটি দেশের একটি নাম হওয়াই  বাঞ্চনীয় ৷  দেশের একটাই নাম থাকুক -  ভারত ৷   সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বিষয়টির বিবেচনা করবে জানা গেছে ৷  বেশ কিছু সরকারি,  বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডিয়া অথবা হিন্দুস্তান নামটি যুক্ত আছে বলে প্রশাসনিক কি সমস্যা হতে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status