শেষের পাতা

সামনে আমাদের কী দিন অপেক্ষা করছে আল্লাহ জানেন

তামান্না মোমিন খান

৩১ মে ২০২০, রবিবার, ৭:৩৬ পূর্বাহ্ন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান বলেছেন, করোনা পরিস্থিতির মধ্যে এখনই সবকিছু খুলে দেয়া সরকারের সিদ্ধান্ত সঠিক মনে হচ্ছে না। জানি না সামনে আমাদের কী দিন অপেক্ষা করছে। এটা আল্লাহই ভালো জানেন। যেভাবে গ্রাম থেকে মানুষ ঢাকায় আসছে। কেউ কোনো স্বাস্থ্যবিধি মেনে চলছে না। সরকার যতই বলুক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কিন্তু কেউ তো এটা মানছে না। শুরু থেকেই তো সারা দেশে সার্বিকভাবে  লকডাউন ছিল না। সরকার তো বলেছে এটাকে সাধারণ ছুটি। এ কারণেই করোনার প্রকোপ বেড়ে গেছে। সামনে তো আরো ঝুঁকি বেড়ে যাবে। করোনাকালীন সময়ে ত্রাণ নিয়ে দুর্নীতির বিষয়ে হাফিজ উদ্দিন মানবজমিনকে বলেন, ত্রাণ নিয়ে দুর্নীতি অতীতেও ছিল। তবে এখন সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচনগুলো নির্দলীয় হতো। আর এখন দলীয়ভাবে হওয়ায় তারা আরো শক্তিশালী হয়েছে এবং লুটতরাজ বেশি হচ্ছে। এক টেলিফোন নম্বর দিয়ে কয়েক শ’ জনের টাকা উঠানোর  ঘটনা ঘটছে। এসব আমরা দেখতে পাচ্ছি। পত্রিকাতেও রিপোর্ট আসছে। সরকার কি অ্যাকশন নিচ্ছে সেটাই এখন দেখার বিষয়। আমরা এখন পর্যন্ত কোনো জরুরি অ্যাকশন  দেখতে পাইনি। কিছু ইউপি সদস্যকে সাসপেন্ড করা ছাড়া তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করতে আমরা দেখতে পাইনি। এসব দুর্নীতিবাজদের যদি দ্রুত মামলার আওতায় এনে শাস্তি দেয়া হতো তাহলে ত্রাণ নিয়ে দুর্নীতি কমে আসতো। সরকার বলছে, ত্রাণ নিয়ে দুর্নীতি হলে ছাড় দেয়া হবে না- ছাড়ের প্রশ্ন আসছে কেন? অপরাধ করলে শাস্তি হবে। এখানে তো ছাড়ের কোনো প্রশ্ন আসতে পারে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status