এক্সক্লুসিভ

৮ চিকিৎসকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

৩১ মে ২০২০, রবিবার, ৭:২৯ পূর্বাহ্ন

করোনাকালে দেশে চিকিৎসাসেবা দিতে গিয়ে এ পর্যন্ত দশজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ৯৩৩ জন। বাংলাদেশ ডক্টর ফাউন্ডেশনের হিসেব অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন  ৮ চিকিৎসক। উপসর্গ নিয়ে মারা  গেছেন আরো ২ চিকিৎসক। আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. মঈন উদ্দীন । তিনিই সর্বপ্রথম চিকিৎসক , যিনি আক্রান্ত হয়ে ১৫ এপ্রিল  মারা গেছেন। ডা. মঈন সিলেটের এমএজি ওসমানী  মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। আরেক চিকিৎসক অধ্যাপক ডা. মনিরুজ্জামান করোনা আক্রান্ত হয়ে গত ৩ মে মারা যান । তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ছিলেন। ১৮ মে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ আজিজুর রহমান রাজু মারা যান। এদিকে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের  প্রধান  রেডিওলজিস্ট  মেজর (অব.) আবুল মুকারিরম মোহাম্মদ মহসিন উদ্দিনের করোনায় মৃত্যু হয়। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৬মে মারা যান ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের  প্রাক্তন কনসালটেন্ট ডা. আমিনা খান। রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মোশারফ হোসেন করোনা আক্রান্ত হয়ে মারা যান গত ২৭ মে। বেসরকারি হাসপাতালে আরেক চিকিৎসক ডা. কাজী দিলরুবা খানমও করোনা উপসর্গ নিয়ে গত ২২ মে মৃত্যুবরণ করেন।  ডা. এমএ মতিন করোনা আক্রান্ত হয়ে গত ২২মে সিলেটের ড. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান। এর বাইরেও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো দুই চিকিৎসক। তাদের মধ্যে ডা. জাফর  হোসেন রুমি । তিনি  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২৫  মে করোনা উপসর্গ নিয়ে মারা যান। রাজশাহীর চিকিৎসক আব্দুর রহমান। তিনিও উপসর্গ নিয়ে মারা যান।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status