বাংলারজমিন

নবীনগরে দু’পক্ষের পাল্টাপাল্টি মার্কেটের নির্মাণ কাজ বন্ধ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

৩১ মে ২০২০, রবিবার, ৭:০৪ পূর্বাহ্ন

নবীনগরে একটি মার্কেটের বর্ধিত অংশের নির্মাণ কাজকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে নির্মাণ কাজ বন্ধ থাকায় মার্কেটের ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। নির্মাণ কাজ বন্ধ করার বিষয়ে নবীনগর সরকারি কলেজ কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অপরদিকে সমবায় মার্কেট কর্তৃপক্ষ সব কাগজপত্র যাচাই-বাছাই করে দ্রুত নির্মাণ কাজ শুরু করার নির্দেশ প্রদান করার জন্য স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের সুদৃষ্টি কামনা করেছেন। কাগজে-কলমে মার্কেটের জায়গায় নবীনগর পৌরসভা থেকে ২০১৮ সালের ১৮ই সেপ্টেম্বর বাণিজ্যিক ইমারতের নকশা অনুমোদন পায় সমবায় কর্তৃপক্ষ।
জানা যায়, আধুনিক সমবায় সুপার মার্কেটের সৌন্দর্য্যবর্ধনে পুরাতন ও জরাজীর্ণ টিনের ঘর ভেঙে বিল্ডিং নির্মাণে একাধিক বাধার সম্মুখীন হচ্ছে কর্তৃপক্ষ। এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি করে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে মরিয়া হয়েছে একটি মহল। এ বিষয়ে নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলমগীর হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি অভিযোগ করেন। যেখানে উল্লেখ করা হয় সমবায় মার্কেটের পুরনো অংশ ভেঙে নতুন করে মার্কেট নির্মাণ করলে কলেজ ক্যাম্পাসের প্রবেশপথ সরু হয়ে যাবে। বিষয়টি অবগত হয়ে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল নির্মাণ কাজ আপাতত বন্ধ রাখার কথা বলেন বলে জানান সমবায় কর্তৃপক্ষ। সমবায় কর্তৃপক্ষ জানান, মার্কেটের শেষাংশে কলেজের রাস্তাটি ১০ফুট প্রশস্ত এবং মার্কেট ও কলেজের মাঝামাঝি রাস্তাটি ১২ফুট প্রশস্ত। বর্তমানে যে অংশে নতুন করে দোকান নির্মাণ করা হচ্ছে সেখানে আরো ৩ ফুট ছেড়ে দিয়ে সর্বমোট ১৬ফুট প্রশস্ত করা হয়েছে রাস্তাটি। এছাড়াও কলেজে প্রবেশের রাস্তাটি সমবায় মার্কেট কর্তৃপক্ষের নিজস্ব সম্পত্তি বলে জানা যায়। নতুন করে দোকান ঘর নির্মাণ করলে কলেজ ক্যাম্পাসের গেইট মার্কেটের পিছনে পড়ে কলেজের ঐতিহ্য হারিয়ে যাবে বলে অভিযোগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করে মার্কেটের কাজে বিঘ্ন ঘটানোর কারণে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।
সমবায় সুপার মার্কেট-এর সভাপতি নূরুল ইসলাম সরকার বলেন, সঠিক তথ্য উপাত্ত জেনে মানবিক বিষয় চিন্তা করে মার্কেট নির্মাণের অনুমতি দেবেন নবীনগরের অভিভাবক মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমনটাই আমরা আশাবাদী।
নবীনগর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক এডভোকেট শিব শংকর দাস বলেন, পৌরসভার আইন মেনে সঠিকভাবে অনুমোদন নিয়েই মার্কেট সমপ্রসারণ করা হচ্ছে। তিনি আরো বলেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এম.এসসি, জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ আমার উপস্থিতিতেই সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করে দিয়ে যায় জেলা পরিষদ কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, এই বিষয়টি জেলা পরিষদ ও সমবায়ের, এখানে উপজেলা প্রশাসনের কিছু করার নাই। উনারা যদি মনে করেন বিষয়টি নিয়ে বসতে পারেন। নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলমগীর হোসেন মুঠোফোনে জানান, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছি, পাশাপাশি এমপি মহোদয়কে বিষয়টি অবগত করেছি তিনি বিস্তারিত দেখে সিদ্ধান্ত দিবেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status