বাংলারজমিন

পুঠিয়াতে উদ্বোধন হলো আম বিক্রির কার্যক্রম

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

৩০ মে ২০২০, শনিবার, ২:৩৮ পূর্বাহ্ন

পুঠিয়া উপজেলার বেলপকুরিয়া ইউনিয়নের স্থাপিত কাজীপাড়া আইএফএম কৃষক সংগঠনের উদ্যোগে নিরাপদ কৃষিপণ্য বাজারজাত করণের লক্ষ্যে আম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন পুঠিয়া উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া।

সমবায় ভিত্তিক কৃষক সংগঠনের সদস্যদের নিজ নিজ বাগানের আম এক জায়গায় সংগ্রহ করে ক্লাবের কালেকশন পয়েন্টে নিয়ে আসেন এবং ওজন করে একটি রেজিস্ট্রারে সদস্যদের নামে এন্ট্রি দেওয়া হয়। এরপর বিজনেস ফোকাল পারসন (বিএফপি) এর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী বা প্রাণসহ বিভিন্ন কোম্পানি ও আড়ৎদারের সাথে যোগাযোগ করে কালেকশন পয়েন্ট থেকে বিক্রি করা হয।

এছাড়াও অনলাইন বা মোবাইলে কেউ বুকিং দিলে তাদের ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে প্যাকিং করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।বাজারমূল্য অনুসারে আম সরবারহকারীদের টাকা দেওয়ার পর লভ্যাংশের ৩৫% অংশ সংগঠনের ফান্ডে রেখে বাকি ৬৫% বিএফপি (যারা কেনা বেচার মূল দায়িত্বে থাকে) সদস্যদের কাছে দিয়ে দেওয়া হয়। এতে করে একদিকে সদস্যদের পরিবহন খরচ বাঁচে, অন্যদিকে আম বিক্রির জন্য কৃষকদের আলাদাভাবে দুঃশ্চিন্তাও করতে হয় না বলে জানান।

উদ্বোধনের শুরুতেই সকলের মাঝে মাস্ক বিতরন করেন কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status