খেলা

বুঝে-শুনেই পিসিবির দায়িত্ব নিয়েছেন সাকলাইন

স্পোর্টস ডেস্ক

৩০ মে ২০২০, শনিবার, ১২:২৩ অপরাহ্ন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কাজ করার স্মৃতি খুব একটা সুখকর নয় দেশটির সাবেক খেলোয়াড়দের। অভিযোগ রয়েছে পিসিবি তাদের লিজেন্ডদের যথাযথ মূল্যায়ন করে না। বর্তমান চিত্র কিন্তু ভিন্ন। পিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একে একে ফিরতে শুরু করেছেন সাবেকরা। ওয়াকার ইউনুস বোলিং কোচ, মিসবাহ উল হক তো হেড কোচ ও প্রধান নির্বাচকের দুই দায়িত্বে। সবশেষ সংযোজন সাকলাইন মুশতাক। কিংবদন্তি এই অফস্পিনারকে দেয়া হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটারদের উন্নতি বিভাগের দায়িত্ব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।
আর সাকলাইন জানিয়েছেন, তিনি বুঝে-শুনেই পিসিবির এই দায়িত্ব নিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি রাজি হওয়ার আগে বেশ কিছু বিষয় দেখতে হয়েছে। কাজের পরিবেশ, কাদের সঙ্গে কাজ করছি, কাজের লক্ষ্য, অনুপ্রেরণা ও পরিকল্পনা, সবকিছু বুঝে-শুনেই হাই পারফরম্যান্স দলের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’
পাকিস্তানের হয়ে এর আগে খ-কালীন পরামর্শক হিসেবে কাজ করেছেন সাকলাইন মুশতাক। এছাড়া বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের স্পিন পরামর্শক হিসেবে সাফল্য কুড়িয়েছেন। পিসিবির নতুন দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত তিনি। সাকলাইন বলেন,  ‘পাকিস্তানকে প্রতিনিধিত্ব করা সবসময়ই সম্মানের। এই দায়িত্বে আমি তরুণ প্রতিভাধর ক্রিকেটারদের নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। কাজটা রোমাঞ্চকর। তাদের ক্যারিয়ার গড়তে সাহায্য করার সুযোগ পাচ্ছি আমি।’
১৯৯৫-২০০৪ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪৯ টেস্টে ২০৮ উইকেট ও ১৬৯ ওয়ানডেতে সাকলায়েনের শিকার ২৮৮ উইকেট। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে চতুর্থ সর্বাধিক উইকেট তার। সাকলায়েনের উপরে রয়েছেন শহীদ আফ্রিদি (৩৯৩), ওয়াকার ইউনুস (৪১৬) ও ওয়াসিম আকরাম (৫০২)।


 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status