খেলা

বসুন্ধরা কিংসের ভাগ্য নির্ধারণ ৫ই জুন

স্পোর্টস রিপোর্টার

৩০ মে ২০২০, শনিবার, ১২:১৯ অপরাহ্ন

করোনা ভাইরাসে বাংলাদেশের সকল ক্রীড়া কার্যক্রম বন্ধ। প্রিমিয়ার লীগ বাতিল হওয়ায় দৃশ্যত তালা পড়ে গেল ফুটবলে। তবে আশার কথা ছিল এএফসি কাপ। আন্তর্জাতিক ক্লাব ফুটবলে এই একটা টুর্নামেন্ট দিয়ে ফুটবলটা ফেরার সম্ভাবনা থাকলেও তা এখনো অনিশ্চিত। এই অনিশ্চয়তা কাটাতেই এএফসি কাপে দক্ষিণ এশিয়ার যে দেশগুলোর ক্লাব আছে সেই দেশের ফুটবল ফেডারেশন এবং সংশ্লিষ্ট ক্লাব কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় বসতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। আগামী ৫ই জুন বাংলাদেশ সময় দুপুর ১টায় হবে এই ভার্চুয়াল সভা। জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ। বাংলাদেশ থেকে বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান এ সভায় অংশ নেবেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার খেলছে এএফসি কাপের গ্রুপ পর্বে। সেই মার্চ মাসের ১০ তারিখ সবশেষ বসুন্ধরা কিংস একমাত্র ম্যাচটি খেলেছিল। যেখানে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ ব্যবধানে হারিয়ে ছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া ফুটবল আবার মাঠে ফেরার অপেক্ষায় বিভিন্ন দেশে। এখন এশিয়ার দেশগুলোর কী অবস্থা তার খোঁজখবর নিচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থাটি তাদের সদস্য দেশগুলোকে চিঠি দিয়ে করোনা ভাইরাসের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছে। কবে শুরু হতে পারে এএফসি কাপ এমন প্রশ্নের জবাবে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘এএফসিকে সেটা সিদ্ধান্ত নিতে হলে অনেক কিছু বিবেচনা করতে হবে। এএফসি কাপের ক্লাবগুলোর মধ্যে তাদের দুই-একটি দেশের অবস্থা স্বাভাবিক হলেই তো হবে না। বিমান চলাচলের নিষেধাজ্ঞাও উঠতে হবে। এমন অনেক বিষয় আছে। তাই এএফসি কাপ যে কবে শুরু করতে পারবে সেটা এখনও বলার সময় আসেনি। এসব বিষয় নিয়েই ৫ই জুনের সভায় আমরা কথা বলবো।’ এএফসি কাপে বাংলাদেশ থেকে দুটি দল ছিল। আবাহনী বাদ পড়েছে প্রাক-বাছাই থেকে। বসুন্ধরা কিংস খেলছে গ্রুপ পর্বে।
বাফুফে মৌসুমের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণা করলেও বসুন্ধরা কিংস তাদের খেলোয়াড় ছাড়তে পারছে না এএফসি কাপের কারণে। বিদেশি ফুটবলার, কোচ নিয়ে বেশ কিছু বিষয় জানতে তারা এএফসিকে চিঠিও দিয়েছিল। ফুটবলারদের সঙ্গে নতুন চুক্তি করতে হবে, নাকি পুরোনো চুক্তিই থাকবে- এ রকম অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে এএফসির এই সভায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status