বিনোদন

ইয়োগা করছি প্রতিদিন

স্টাফ রিপোর্টার

৩০ মে ২০২০, শনিবার, ১১:৫৮ পূর্বাহ্ন

সারা  বিশ্বে এখন করোনার ভয়াল থাবা। অন্য অনেক দেশের মতো আমাদের দেশেও প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ঘরে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখাকেই প্রতিরোধের বড় উপায় বলা হচ্ছে। এই সময় তারকারাও ঘরেই থাকছেন। লকডাউনের পর থেকেই ঘরে বন্দি চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা অধরা খান। ঘরে থেকেই করোনা সচেতনতার বার্তা দিচ্ছেন তিনি। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের দিকেও সহযোগিতার হাত বাড়িয়েছেন। এবার অন্যরকম এক ঈদ কাটিয়েছেন এ নায়িকা। এ বিষয়ে অধরা বলেন, লকডাউনের পর থেকে বাসাতেই আছি। বের হইনি তেমন। ঈদের দিনও বাসায় ছিলাম। সন্ধ্যায় গাড়ি নিয়ে একটি চক্কর দিয়ে বাসায় চলে এসেছি। আসলে এই সময় বাসায় থাকার বিকল্প নেই। তাই বাসাতেই থাকছি। অনেক সিনেমা দেখছি। বই পড়ছি। প্রতিদিন ইয়োগা করছি। ফিটনেস ঠিক রাখার চেষ্টা করছি। এভাবেই সময় কাটছে। অধরা আরো বলেন, স্বাভাবিক জীবনটাকে মিস করছি। বিশেষ করে শুটিং মিস করছি অনেক। চেষ্টা করছি বাসায় থাকতে যেন বোরিং না লাগে। আসলে সাধারণ ছুটি শেষ হচ্ছে ৩০শে মে থেকে। কিন্তু এ কারণে নিয়ম কানুন থেকে বের হয়ে আসা চলবে না। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। কারণ করোনা আক্রান্তের সংখ্যা এখনো বাড়ছে। এই সময়ে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন বেশি। সাধারণ ছুটি শেষ হলেও নিম্ন আয়ের মানুষদের খারাপ অবস্থা কাটিয়ে উঠতে সময় লাগবে। আমি চেষ্টা করেছি এরকম মানুষের পাশে দাঁড়াতে। আমি সবাইকে অনুরোধ করবো যতটুকু সম্ভব নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান। আর যে যে নিয়মের কথা বলা হচ্ছে সে সব ঠিকভাবে পালন করতে হবে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। হাঁচি কাশি এলে টিস্যু ব্যবহার করতে হবে। না হলে কনুই ব্যবহার করতে হবে। আর যতটুকু সম্ভব বাসায় থাকতে হবে। করোনা আমাদের সবাইকে এক হয়ে মোকাবেলা করতে হবে। তাহলেই এই অদৃশ্য শত্রুকে পরাজিত করতে পারবো আমরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status