অনলাইন

বাঘায় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ-গুলিবর্ষণ, আহত ১০

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২৮ মে ২০২০, বৃহস্পতিবার, ৫:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীর বাঘা উপজেলায় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিতে ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গত বুধবার বেলা ১২টার দিকে বাঘার গড়গড়ি ইউনিয়নের নওসারা পদ্মার চর গ্রামে এই ঘটনা ঘটে।
মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
গুলিতে আহতরা হলেন- লালু মন্ডলের ছেলে উজ্জ্বল (৩০), আবদুল মান্নানের ছেলে আলিফ (২০), মৃত আবদুস সালামের ছেলে শাকিল (১৯), মৃত আজহার আলীর ছেলে মহিকারী (৭০)।
এছাড়া আহতরা হলেন- আবেদ আলী প্রমাণিকের ছেলে আলমঙ্গীর (৩৫), শরিফ (৪০) ও জালাল (৪৫) তারা আহম্মেদ মন্ডলের ছেলে, মৃত শমসের মন্ডলের বেলাল (৩৪), মৃত আকবর আলীর ছেলে টুটুল (৩৫)। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
সূত্র মতে, ঈদের দিনে নামাজ পড়ানোকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে মতবিরোধ হয়। এক পক্ষের গণি মন্ডল ও অন্য পক্ষের আলমগীর হোসেন। বুধবার সকাল সাতটার দিকে একই এলাকার কালামের বাড়িতে একটি আকিকার অনুষ্ঠান চলছিলো, সেখানে গণি মন্ডলের লোকজন উপস্থিত ছিল। অনুষ্ঠান চলাকালিন সময়ে আলমঙ্গীরের লোকজন গিয়ে তর্কে জড়িয়ে পরে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আলমঙ্গীরের লোকজন গুলি চালিয়ে পাঁচজনকে আহত করে ঘটনাস্থাল থেকে পালিয়ে যায়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এয়ার গানের গুলিতে চারজন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া দুইজনকে আটক করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status