অনলাইন

করোনা: ঢাকার যেসব এলাকায় শনাক্ত বেশি

স্টাফ রিপোর্টার

২৬ মে ২০২০, মঙ্গলবার, ৬:৩৭ পূর্বাহ্ন

দেশে করোনা ভাইরাসের সংক্রমন বেড়েই চলছে। এখন পর্যন্ত  ৩৬,৭৫১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা ৫২২। তবে এই ভাইরাসে ঢাকায় সংক্রমণ সবচেয়ে বেশি।
এর মধ্যে ঢাকা মহানগরীতেই শনাক্ত হয়েছে ১৪ হাজার ৭৫ জন।এছাড়া ঢাকা বিভাগে আছে আরো ১৪ হাজার ৬৯২ জন করোনা রোগী।

ঈদের দিন পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তথ্য বিশ্লেষণ দেখা যায়, ঢাকার ভেতর সবচেয়ে বেশি রোগী রয়েছে মহাখালী এলাকায়। সেখানে মোট রোগী শনাক্ত হয়েছে ৩৩৭ জন। এরপরে যাত্রাবাড়ীতে শনাক্ত হয়েছে ৩০৭ জন আর কাকরাইলে শনাক্ত হয়েছে ২৯৮ জন।দুইশর বেশি রোগী পাওয়া গেছে মুগদায় (২৯৫), মোহাম্মদপুরে (২৮০), রাজারবাগ (২১৩), উত্তরায় (২১১) এবং  মিরপুরে (২০৭)। একশর বেশি রোগী রয়েছে মগবাজারে (১৯৭), তেজগাঁওয়ে (১৭৭) লালবাগে (১৬২), খিলগাঁওয়ে (১৫০) ধানমণ্ডিতে (১৪৯), বাবু বাজার এলাকায় (১৪৩), মালিবাগে (১৩১), বাড্ডায় (১২৭)।এছাড়া ও বিভিন্ন স্থানে করোনা রোগী রয়েছে।

চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো করোনাভাইরাস এখন গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৬ লাখেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা তিন লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। তবে ২৩ লাখ ৮১ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status