কলকাতা কথকতা

কলকাতা কথকতা

বাংলাদেশের গায়ক নোবেলের বিতর্কিত মন্তব্য মোদীকে নিয়ে, ঘটনা গড়ালো সরকার পর্যন্ত

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২৫ মে ২০২০, সোমবার, ১০:২৪ পূর্বাহ্ন

পোশাকি নাম মইনুল আহসান ৷ কিন্তু নোবেল নামেই দুই বাংলায় বিখ্যাত এই গায়ক ৷ ভারতে গতবছর একটি বিখ্যাত রিয়ালিটি শোতে সেকেন্ড রানার্স আপ হয়ে তিনি হইচই ফেলে দিয়েছিলেন ৷ তাঁর ফেসবুক পেজ নোবেলম্যান এর ফলোয়ার কয়েক লক্ষ ৷ সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ছড়ানোতে তাঁর জুড়ি মেলা ভার ৷ একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তিনি কম আলোচিত হননি৷ কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় খোদ আক্রমণ করে বসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৷ তাঁর একটি পোস্টে নোবেল সম্প্রতি বলেছেন, আমাকে নিয়ে বিতর্ক হবেনা তো কি ওই চা ওয়ালা মোদীকে নিয়ে হবে? এরপরই কিছু অশালীন বাক্যবন্ধ ব্যবহার করেন নোবেল ৷ ভারতে এই নিয়ে ক্ষোভের ঝড় ওঠে ৷ বাংলাদেশের টেররিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম এর এ ডি সি নাজিমূল ইসলাম একটি পোস্ট দিয়ে বলেন, একজন সাইবার কপ হিসেবে তিনি নোবেল এর মতো একজন গায়কের কাছে এইরকম ব্যবহার আশা করেন না ৷ এরপরই নোবেল তাঁর ফেসবুকে ক্ষমা চান ৷ বলেন, ইন্ডিয়ান ভাই বহিনরা আমাকে মাফ করবেন৷ আপনাদের এত মোদী প্রীতি ছিল জানতাম না ৷ আসলে মাঝে মাঝে আমি ভুলে যাই যে আমি ভারতীয় নই ৷ বাংলাদেশের সরকার অবশ্য ব্যাপারটিকে ছোট করে দেখেনি ৷ সম্প্রতি নোবেলকে ঢাকার রাপিড অ্যাকশন বাটালিয়ানের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ নোবেল জানান, একটি অ্যালবাম এর প্রমোশন এর অঙ্গ হিসেবে এই কাজ তিনি করেছেন ৷ নোবেলকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ৷ প্রশ্ন উঠেছে, প্রমোশন করতে গিয়ে কি কোন রাষ্ট্রনায়ক কে ছোট করা যায়?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status