বাংলারজমিন

ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ আকন্দের দাফন

ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধি

২৩ মে ২০২০, শনিবার, ৬:০৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১নং দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া গ্রামের বীর মুক্তি যোদ্ধা, জাতীর শ্রেষ্ঠ সন্তান আব্দুল আজিজ আকন্দ অসুস্হতা জনিত কারনে ঢাকার একটি বে- সরকারী হাসপালে গত কাল শুক্রবার (২২ শে মে)রাতে মৃত্যূবরন করেছেন।আজ(২৩ শে মে) শনিবার বেলা ১১টায় পাকুটিয়া স্কুল এন্ড কলেজ মাঠে রাষ্ট্রিয় মর্যদায় দাফন সম্পন্ন হয়।এ সময় ঘাটাইল থানা পুলিশের।  সু- সজ্জিত একটি চৌকশ দল এস,আই সাইফুল ইসলামের নেতৃত্বে  তাকে গার্ড অফ অনার প্রদান করেন। এর আগে তাকে শেষ বারের মত এক নজর দেখার জন্য তার কফিন পাকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্ব সাধারনের শ্রদ্ধার জন্য রাখা হয়।এ সময় তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পারিবারিক,সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবিন্দ।বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ আকন্দ ১৯৫৫ সালে পাকুটিয়া পূৃবপাড়া গ্রামে জন্ম গ্রহন করেন।তার পিতার নাম মোঃ তারা আকন্দ।মৃত্যূ কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি এক ছেলে ও এক মেয়ে সহ আত্নীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। জাতীর এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যূতে ঘাটাইলের স্বর্বস্হরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।বীর এই মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ আকন্দ ব্যাক্তিগত ও সামাজিক জীবনে অত্যান্ত ভাল মানুষ ছিলেন।তিনি বিভিন্ন সামাজিক ও স্বাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।তিনি একা ধারে নাট্যকার ও অভিনেতা ছিলেন।দেশ মাতৃকার জন্য অনেক ত্যাগ স্বীকারের পাশা পাশি মহান মুক্তিযোদ্ধে তার বিরত্ব পূর্ন অবদানের জন্য রাষ্ট্রিয় অনেক গুরত্ব পূর্ন কাজে তাকে ততকালিন এরশাদ সরকারের আমলে ঢাকায় ডেকে পাঠানো হতো।হুসাইন মোঃ এরশাদ তাকে সন্তানের মত স্নেহ করতেন।তিনি জাতীয় পার্টি ক্ষমতায় থাকা কালে তিনি ঘাটাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন।পরে অবশ্য তিনি বাংলাদেশ আওয়ামীলীগে যোগ দিলে দেউলাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্ঠা হিসাবে দলের সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।বরেণ্য এই ব্যাক্তির মৃত্যুতে শোক জানিয়েছেন টাঙ্গাইল -৩, ঘাটাইল আসনের বর্তমান এমপি আলহাজ্ব আতাউর রহমান খান,সাবেক এমপি, আলহাজ্ব আমানুর রহমান খান (রানা), ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ,সৎ সঙ্গ আশ্রম বাংলাদেশ,পাকুটিয়া শাখা,১নং দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদ,পাকুটিয়া স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ আওয়ামী লীগ পাকুটিয়া, বিএনপি- দেউলাবাড়ি ইউনিয়ন শাখা,বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ সহ অনেকেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status