বিনোদন

বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিলেন নওয়াজের স্ত্রী

বিনোদন ডেস্ক

২২ মে ২০২০, শুক্রবার, ২:৩৬ পূর্বাহ্ন

ভারতের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া অভিনেতার কাছে বিবাহবিচ্ছেদ ও ভরণপোষণ চেয়েছেন- গত কয়েকদিন ধরেই 'টক অব দ্য বলিউড' এ পরিণত হয়েছে এই সংবাদটি। সেই সঙ্গে তিনি দুই সন্তানকে নিরাপত্তা হেফাজতে নেওয়ার আবেদন করেছেন। এ ছাড়া আলিয়া নওয়াজউদ্দিনের পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। এমনকি ভগ্নিপতির বিরুদ্ধে আঘাতের অভিযোগ এনেছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, ঘটনার নাটকীয়তা এখানেই শেষ নয়। আলিয়ার সঙ্গে নওয়াজ-আলিয়ার দুজনেরই বন্ধু পীষূষ পান্ডের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন চলছে। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন আলিয়া।

বিষয়টি স্পষ্ট করে আলিয়া লেখেন, শুরুতেই পরিষ্কারভাবে জানাতে চাই, কোনো ব্যক্তির সঙ্গেই আমার কোনো সম্পর্কে নেই। আর গণমাধ্যমে আসা এ ধরনের সব দাবি সম্পূর্ণ মিথ্যা। মনে হচ্ছে, কোনো কোনো গণমাধ্যম দৃষ্টি ভিন্ন খাতে নিতে আমার ছবি নিয়ে কারসাজি করেছে। অপর এক টুইটে আলিয়া লেখেন, কাউকে বাঁচাতে আমার সম্মান, চরিত্রের ক্ষতি করার ব্যাপারে আমি সমর্থন করি না। অর্থ দিয়ে সত্য কেনা যায় না। ওই টুইটে আলিয়া জানান, তিনি কোনো অন্যায় করেননি এবং সে কারণেই এসব নিয়ে চিন্তিত নন।

এ সম্পর্কে পীযূষ পান্ডে বলেন, গণমাধ্যমে আমি তাদের ডিভোর্সের নোটিশের কথা জেনেছি। আমি এখানে বলির পাঁঠা। আলিয়ার সঙ্গেং আমার এই সম্পর্কের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন ও ভয়ঙ্কর! আমাকে কেন এখানে টানা হবে? এ নিয়ে আমার কিছু করার নেই। তাদের বিরোধের ব্যাপারে ও দুজনের মধ্যে কী ঘটছে, সেটি তাদের আশপাশের মানুষ জানেন। আমি এসব থেকে দূরে থাকতে চাই। কেন আমার নাম ও সুনাম কলঙ্কিত হবে? আমি একজনের সঙ্গে সম্পর্কে আছি ও এই ধরনের গুজব একেবারেই অরুচিকর। এটি পরিবার ও বন্ধুদের কাছে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে। সৌভাগ্যবশত আমার স্ত্রী সত্যতা সম্পর্কে অবগত, কেননা সেও আলিয়ার বন্ধু। নিজের নিরাপত্তার জন্য কী পদক্ষেপ নিতে হবে, তা জানতে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status