কলকাতা কথকতা

কলকাতা কথকতা

 করোনার থেকেও ভয়াবহ আম্ফান, একলক্ষ কোটি টাকার ক্ষতি, বললেন মমতা

 জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২১ মে ২০২০, বৃহস্পতিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

তখন প্রায় বুধবারের মধ্যরাত্রি ৷ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম আম্ফানের দাপট কমেছে ৷ প্রায় নয় ঘন্টা ধরে দক্ষিণবঙ্গে তান্ডব চালানোর পর আম্ফান চলে গেছে বাংলাদেশের উপকুলে ৷ পশ্চিমবঙ্গ সরকারের সদর দফতর নবান্নর কন্ট্রোল রুম এর বাইরে এলেন তিনি ৷ টানা বারোঘন্টা কন্ট্রোল রুমে বসে তিনি আম্ফানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন ৷ কন্ট্রোল রুমের বাইরে থমথমে মুখ নিয়ে বসে তিনি সাংবাদিকদের বললেন, সব শেষ হয়ে গেল ৷ করোনার থেকেও মারাত্মক প্রভাব পড়লো আম্ফানের উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা দুই জেলা বিধ্বস্ত, লণ্ডভণ্ড ৷ কলকাতা, হাওড়া অনেকটাই ক্ষতিগ্রস্ত ৷ দুই মেদিনীপুর বিপর্যস্ত ৷ আপাতত চৌদ্দ জনের মৃত্যুর খবর এসেছে
আরও মৃত্যুর ঘটনা জানতে পারা যাবে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রায় এক লক্ষ কোটি টাকা ৷ মুখ্যমন্ত্রী বলেন, সতেরোশো সাইত্রিশ সালের এগারো অক্টোবরের পর এত বড় ঝড় আর পশ্চিমবঙ্গে আসেনি ৷ তখন ঝড় প্রতিরোধের ব্যবস্থা এত আধুনিক ছিল না বলে এক কলকাতাতেই মারা গিয়েছিলেন প্রায় তিনহাজার মানুষ ৷ এবারের ঝড়ের সঙ্গে সেই ঝড়ের তুলনা করে মমতা বলেন, দুহাজার আটের আয়লার থেকেও আম্ফান ক্ষতি করেছে অনেক বেশি ৷ তিনি জানান, কয়েক হাজার গাছ ভেঙে পড়েছে, প্রচুর ঘরবাড়ি ভেঙেছে, টেলি যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থা বিধস্ত, রাস্তার ক্ষতি হয়েছে ৷ তিনি কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাকে পুনর্ঘটনের জন্যে মানবিক মুখ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ৷ বলেছেন, এখন দয়া করে কেউ রাজনীতি করবেন না ৷ এটা রাজনীতির সময় নয় ৷ বুধবার রাতেই সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে ফোন করে সবরকম সাহায্যের আশ্বাস দেন৷
কেন্দ্রীয় সরকারও নিয়মিত যোগাযোগ রাখে ৷ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার আম্ফান নিয়ে গঠিত টাস্ক ফোর্স এর বিশেষ বৈঠক ডেকেছেন দুপুরে ৷ সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিশদ আলোচনা হবে বলে জানা গেছে ৷ আম্ফান চলে যাওয়ার পর কলকাতার আকাশ এখনো মেঘলা ৷ দমকা বাতাস বইছে ৷ কখনো ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে ৷ বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status