অনলাইন

মাহবুবুল এ খালিদের লেখায় হাজার মাসের শ্রেষ্ঠ রজনী

স্টাফ রিপোর্টার

২০ মে ২০২০, বুধবার, ১০:৩৬ পূর্বাহ্ন

পবিত্র শব-ই-কদর। হাজার মাসের শ্রেষ্ঠ রজনী। ২৭শে রমজানের রাতটি পবিত্র লাইলাতুল কদর হিসেবে চিহ্নিত। যার অর্থ মর্যাদার রাত বা ভাগ্যরজনী। লাইলাতুল কদরের রাতেই মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন নাজিল হয়েছে।

মাসব্যাপী সিয়াম সাধনা শেষে এই রাতে সারা দুনিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র লাইলাতুল কদর অন্বেষণ করে থাকেন। এ রাতে তারা পবিত্র কোরান পাঠ, নফল নামাজ আদায়, জিকির ও দোয়া, আত্মসমালোচনা এবং মোনাজাতের মাধ্যমে খোদার রহমত প্রার্থনা করেন। মাহে রমজানের বিশেষ ফজিলত ও গুরুত্ব অনেকাংশে মহিমান্বিত এ রাতের কারণেই বৃদ্ধি পেয়েছে।

পবিত্র এই রাতের উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে গান লিখেছেন এ কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘শব-ই-কদর’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির এবং টিনা মোস্তারী।

গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে গানটির একটি ভিডিও ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ‌্যানেলে মুক্তি দেয়া হয়েছে।
 
‘হাজার মাসের চেয়েও আজি শ্রেষ্ঠ রজনী/মহান লাইলাতুল কদর/আজ তৌহিদেরই ঠাঁই দে রে দে তোর মনেরই ভিতর/শোন রে মমিন, শোন রে মুসলমান/আজ এসেছে খোদারই পয়গাম।’ এমন কথামালায় গানটি সাজানো হয়েছে।

এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের কাছে শব-ই-কদরের রাত অনেক গুরুত্বপূর্ণ। মহিমান্বিত এই রজনীতে নাজিল হয়েছে দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব কোরান। এ রজনীতে রহমতের দুয়ার খুলে যায়। এ রাত ইবাদতে কাটালে আল্লাহ বান্দর গুনাহ মাফ করে দেন। এক হাজার মাসের ইবাদত বন্দেগী নসীব হয়। ‘শব-ই-কদর’ গানটির কথা ও সুরে এ বার্তা দেয়া হয়েছে। আশা করছি গানটির মাধ‌্যমে পবিত্র লাইলাতুল কদর প্রকৃত তাৎপর্য সবার কাছে পরিস্ফূত হবে।

শ্রোতাদের জন‌্য ‘শব-ই-কদর’ গানটি রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারেরও সুযোগ রয়েছে। গানটির অডিও, মিউজিক ট্র্যাক ও রিংটোন ও ওয়েলকাম টিউনের কোড পাওয়া যাবে মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট এবং ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ‌্যানেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status