অনলাইন

২ লাখ বাহরাইন প্রবাসীকে টেলি-পরামর্শ দেবে ১২ বাংলাভাষী চিকিৎসক

কূটনৈতিক রিপোর্টার

২০ মে ২০২০, বুধবার, ৯:৫২ পূর্বাহ্ন

করোনার  সঙ্কটময় এই সময়ে দুই লাখ বাহরাইন প্রবাসীকে টেলিফোনে পরামর্শ দিবেন বাংলাভাষী ১২ চিকিৎসক। এমন আয়োজন চূড়ান্ত করে মানামাস্থ বাংলাদেশ দূতাবাস বাহরাইনে চালু করেছে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদানের জন্য ‘প্রবাস বন্ধু কলসেন্টার’। পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেন্টারটির উদ্বোধন করেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূর্বের ফোনালাপের প্রসঙ্গ টেনে ড. মোমেন বলেন, বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের দেশ থেকে ফেরত না পাঠানো এবং অবৈধদের বৈধতার প্রতিশ্রুতি মিলেছে। প্রবাসীদের দেশের সম্পদ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বর্তমান করোনা  পরিস্থিতিতে ঘরে বসে নির্বিঘ্নে চিকিতসা বিষয়ক পরামর্শ সেবা নিতে পারবেন। তিনি বলেন, অন্যান্য দেশেও এ সেবা চালু করা হবে।

ড. মোমেন আরো বলেন, বর্তমানে আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে আরো উন্নত করছে। বিশেষ করে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিকে আলোচনা ও যোগাযোগ রক্ষা করতে অত্যন্ত সহায়ক হচ্ছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন এবং তথ্য ও যোগায়োগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের সক্রিয় প্রচেষ্টায়। তারা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুদূর প্রসারী চিন্তা করেছিলেন। এটা তারই ফল।

বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম জানান, বাহরাইনে প্রায় ২ লাখ বাংলাদেশিকে সেবা দিতে ১২ জন চিকিৎসক স্বেচ্ছায় রেজিস্টেশন করেছেন। তাছাড়া বাংলাদেশ থেকে ১০ জন ডাক্তার এ কল সেন্টারে সার্বিক সহযোগিতা করবেন। বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদশিরা সকাল ৯টা থেকে রাত ৯টা এ চিকিৎসা সেবা নিতে পারবেন। সেদেশে অবস্থানকারী যেকোন প্রবাসী নির্ধারিত নম্বরে ফোন করে চিকিৎসাসেবা ও পরামর্শ নিতে পারবেন। হান্টিং নম্বর +৮৮০৯৬১১৯৯৯১১১, ইমো নম্বর: ০১৪০০৬১১৯৯৫, ০১৪০০৬১১৯৯৬, ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮, ০১৯৫৮১০৫০২০, হোয়াটস অ্যাপ নম্বর: ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরামর্শ বাংলাদেশ সরকারের corona.gov.bd ওয়েবসাইট থেকেও প্রবাসীরা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন তথ্য ও যোগায়োগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তথ্য ও যোগায়োগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিভাগের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status