অনলাইন

সচেতনতার সঙ্গ করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

২০ মে ২০২০, বুধবার, ৪:৪৫ পূর্বাহ্ন

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশ থেকে কলেরা, ম্যালেরিয়া, বসন্ত কালাজ্বর যেভাবে নির্মূল হয়েছে, ঠিক সেই ভাবে করোনাও নির্মূল হবে। আর এজন্য সবাইকে সচেতনতার সহিত এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে তার ঐচ্ছিক তহবিলের নগদ ৫ লাখ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সাধারণ জনগণ কিছু পায়। অন্য সরকারের শাসনামলে জনগণ কিছুই পায় না। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে যখন মসজিদে তালা দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশের কোন মসজিদে একদিনের জন্যও তালা দেওয়া হয়নি। চলোমান করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার ৫০ হাজার মানুষকে মুঠোফোনের মাধ্যমে ২৫০০ টাকা করে দিচ্ছে। এছাড়াও সরকার সারাদেশে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলমের সভাপতিত্বে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ। এছাড়াও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপজেলার রানীগঞ্জ, পাটলী, মীরপুর ইউনিয়নে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status