কলকাতা কথকতা

কলকাতা কথকতা

সুপার সাইক্লোন থেকে সিভিয়ার সাইক্লোন, শক্তি সামান্য কমে আজ আছড়ে পড়ছে আম্ফান

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

২০ মে ২০২০, বুধবার, ৯:৩৬ পূর্বাহ্ন

সামান্য হলেও শক্তি কিছুটা কমেছে আম্ফানের ৷ সুপার সাইক্লোনের তকমা হারিয়ে আজ আম্ফান সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে আছড়ে পড়ছে ভারতের দীঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে ৷ ভারতীয় আবহাওয়া দফতর আম্ফানের ল্যান্ডফল এর জায়গাটি এবং সময়টিকেও চিহ্নিত করতে পেরেছেন ৷ আম্ফান সুন্দরবনের সাগর দ্বীপের আশেপাশে আছড়ে পড়বে এবং সময়টা হলো দুপুরের পর এবং সন্ধ্যার আগে ৷ আম্ফান আছড়ে পড়ার আগেই কলকাতার আকাশ ঘন কালো মেঘে ছেয়ে রয়েছে ৷ ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে ৷ বিকেলের দিকে দুর্যোগ নামার সম্ভাবনা ৷ সরকারের সদর দফতর নবান্নতে কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে বুধবার সারারাত কন্ট্রোল রুমে থেকে সব বিষয়টির তদারকি করবেন ৷ রাজ্যে তিনলাখ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে ৷ ভারতীয় আবহাওয়া বিভাগের ডিরেক্টর সাইক্লোন ম্যান নামে চিহ্নিত মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, যে ঝড়ের গতি ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার এর বেশি হয় তা সুপার সাইক্লোন এর মর্যাদা পায় ৷ আম্ফান এর গতি ঘন্টায় দুশো কুড়ি কিলোমিটার এর বেশি ছিল ৷ কিন্তু এখন জয়রা পথে তা একশো পঁচাশি থেকে দুশো কিলোমিটার পর্যন্ত ঘন্টায় গতিবেগ পাওয়ায় তাকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলা হচ্ছে ৷ একুশ বছর আগে ওড়িশায় নামা সুপার সাইক্লোন এর মতো আম্ফান অতটা ভয়ঙ্কর না হলেও ক্ষয় ক্ষতি ভালোই হবে বলে সাইক্লোন ম্যান এর অনুমান ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status