অনলাইন

সিরাজদিখানে ১৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৭:৩৫ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল  হাসান নাহিদ ১৫ শতাধিক পরিবারর মাঝে ত্রাণ (খাদ্য সামগ্রী) বিতরণ করেছেন। উপজেলার ১৪ টি ইউনিয়নের কর্মহীন দিন মজুর খেটে খাওয়া ১৫ শত পরিবারের প্রধানের  হাতে  এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজলার নিমতলা সাহাবুদ্দিন কমপ্লেক্স থেকে আনুষ্ঠানিক ভাবে  কয়েক জনের হাতে   ৫ কেজি চাল, ২ কেজি অালু, ১ কেজি ডাল ১ কেজি পিয়াজ ১ লিটার তেল ১ কেজি লবণ ও ১টি সাবান তুলে দেন। পরে বিভিন্ন ইউনিয়নে গাড়ি যোগে খাদ্য সামগ্রী পাঠানা হয় ১৪ টি ইউনিয়নে। আনুষ্ঠানিক ত্রাণ বিতরণকালে উপস্থিত  ছিলেন  সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন,  কেয়াইন ইউপি চেয়ারম্যান আশরাফ আলী ও জেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির  ধর্ম ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক এডভোকেট আবু সাঈদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status