খেলা

করোনা মহামারি

ঘরে থাকতে দুর্জয়ের ‘নরম-গরম’ অনুরোধ

স্পোর্টস রিপোর্টার

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৭:২১ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে বাংলাদেশে। বাড়ছে মৃত্যুহারও। এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর কোনো ঔষধ বা প্রতিষেধক এখনো তৈরি করতে পারেনি বিশ্বের কোনো দেশ। শেষ পর্যন্ত কী হয় কল্পনা করা কঠিন। এমন অবস্থায় অনেকটা বাধ্য হয়েই ঘরে থাকার অনুরোধের ‘নরম সুর’ বদলেছে সচেতন মহল। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় দৈনিক মানবজমিনকে বলেন, ‘দেখুন, সবাই জানেন যে করোনা ভাইরাসের কোনো ঔষধ নেই। সরকারের নির্দেশনা মানতে হবে যেমন- হাত ধোয়া, পরিষ্কার থাকা ইত্যাদি। যেখানে-সেখানে থুতু-কাশি ফেলা যাবে না। এখন সবচেয়ে উদ্বেগের বিষয় হলো রোগটি সামাজিকভাবে ছড়িয়ে পড়ছে। একজন অন্যজনকে সংক্রমিত করছে। তাই দেশের সবার জন্য ‘কড়া অনুরোধ’ দয়া করে ঘরে থাকুন। নিজের পরিবার ও দেশকে বিপদমুক্ত রাখুন।’’

কোয়াবের তহবিল শুধু দরিদ্রদের জন্য
নাঈমুর রহমান দুর্জয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। সঙ্গে ক্রিকেটার্স ওয়েলফের অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি। করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে কোয়াব গঠন করেছে তহবিল। যেখানে সাবেক এই অধিনায়ক আছেন আহ্বায়ক হিসেবে। এরই মধ্যে এ তহবিলে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ৯১ ক্রিকেটার নিজেদের বেতন থেকে প্রায় ১০ লাখ টাকা দিয়েছেন। এছাড়াও দেশে-বিদেশে থাকা সকল সচ্ছল ক্রিকেটারকে অনুরোধ করা হয়েছে অনুদানের জন্য। কীভাবে ও কাদের জন্য এই তহবিলের টাকা খরচ হবে তা নিয়ে দুর্জয় বলেন, ‘এই তহবিলে টাকা সংগ্রহ চলছে এখনো। মোটামুটি সাড়া পেয়েছি। ক্রিকেটারাও দিয়েছেন এই ফান্ডে। আমরা অবশ্যই এই টাকা দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য ব্যয় করবো। তবে কবে নাগাদ এই সাহায্য কার্যক্রম শুরু করবো তা এখনই বলতে পারছি না। একটু সময় লাগবে। আশা করছি, ততদিনে এই তহবিলে আরো টাকা জমা হবে।’

দেশের সাবেক অধিনায়করাও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। এই বিষয়ে দুর্জয় বলেন, ‘এর উদ্যোক্তা আকরাম ভাই। তিনিই বলতে পারবেন কতদূর এগিয়েছে। এটি হলে সেখানেও থাকবো।’

শক্ত থাকতে হবে এইচপির ক্রিকেটারদের
নাঈমুর রহমান বিসিবির হাইপাফরম্যান্স উইনিটের (এইচপি) এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের মানসিক ও শারীরিকভাবে যতটা সম্ভব নিজেদের প্রস্তুত রাখতে বলেছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক। তিনি বলেন, ‘পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে বলা কঠিন কবে ক্রিকেট মাঠে ফিরবে। আমার অনুরোধ নিরাপদে ঘরে থেকেই নিজেদের যতটা সম্ভব মানসিক ও শারীরিকভাবে ফিট রাখতে হবে। নিজেদের কিভাবে ফিট রাখবে তাদেরকে সেই গাইডলাইনও দিয়েছি আমরা।’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status