বাংলারজমিন

বরুড়ায় সেনাবাহিনীর প্রি-মেডিকেল ক্যাম্প

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৫:১৮ পূর্বাহ্ন

বরুড়ায় করোনাভাইরাস সংক্রমণে মধ্যে যখন ডাক্তার সংকট তখন বাংলাদেশ সেনাবাহিনী প্রি-মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। মঙ্গলবার সকাল নয়টা থেকে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়া ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর একটি মেডিকেল দল দিনব্যাপী এই কর্মসুচী বাস্তবায়ন করেন। সকাল দশটায় নির্বাহী ম্যাজিট্রেট ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুল ইসলাম কর্মসুচীর উদ্বোধন করেন।  কর্মসুচী পরিচালনা করেন  ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর ভারপ্রাপ্ত অধিনায়ক  ডা. মেজর শরীফ ইশতিয়াক। এ সময় ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ, লেফটেন্যান্ট আবদুস  সোবহান সহ মোট বার সদস্যের মেডিকেল টিম সেবা প্রদান করেন। দিনব্যাপী এই ভ্রাম্যমাণ সেবা কার্যক্রমে শত শত নারী পুরুষ সেনা সদস্যদের সেবা গ্রহণ করে এবং বিনা মূল্যে মেডিকেল সেবা ও ওষুধ পেয়ে আগত সবাই সেনা সদস্যদের ভূয়সী প্রশংসা করে।  এ সময় টিমের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ডা. শরীফ ইশতিয়াক বলেন রাষ্টের এই দূর্যোগ মুহুর্তে আমরা জাতির পাশে সেবার নিমিত্বে এসে দাঁড়িয়েছি , এই ভ্রাম্যমাণ সেবা কার্যক্রম আগামী দিনে কুমিল্লা জেলার সকল উপজেলায় পরিচালিত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুল ইসলাম বলেন বাংলাদেশ সেনা বাহিনী একটি সুসজ্জিত ইউনিট যেমন ইজ্ঞিনিয়ারীং কোর, দূর্যোগ এর সময় জাতীয় সেবা , মেডিকেল সহ সকল ক্ষেত্রেই তারা সমান ভাবে দক্ষ ও কার্যকর আর তাই জাতির এই ক্রান্তি লগ্নে তারা সাধারণ জনসাধারণের পাশে দাঁড়িয়ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status