অনলাইন

সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট পরিদর্শন

স্টাফ রিপোর্টার

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৪:১৯ পূর্বাহ্ন

করোনা ভাইরাস প্রতিরোধে সেনাবাহিনী মোতায়েনের পর থেকেই দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম বিশেষভাবে পরিলক্ষিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেসামরিক প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট স্থাপন, সীমিত জন চলাচল নিশ্চিত করা, যৌথ উদ্যোগে স্থাপিত বিভিন্ন চেক পয়েন্টে অবস্থান ও যথাযথ ব্যবস্থা গ্রহণ। আজ দুপুরে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ এএফডব্লিউসি,পিএসসি,কমান্ডার ৭১ মেকানাইজড ব্রিগেড গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এসময় তিনি গাজীপুর চৌরাস্তা সংলগ্ন ঢাকা ময়মনসিংহ সড়কে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট পরিদর্শন করেন। এছাড়াও তিনি বেসামরিক প্রশাসনের বিভিন্ন জীবানুমুক্তকরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় লে. কর্নেল মো. রাজিব হোসেন খান, পিএসসি,অধিনায়ক ১৮ ইস্ট বেঙ্গলসহ সামরিক ও বেসামরিক বিভিন্ন ব্যক্তিবর্গ তার সঙ্গে উপস্থিত ছিলেন। বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে সেনাবাহিনী তাদের সহযোগিতামুলক কার্যক্রম সার্বক্ষণিক জোরদার রাখছে এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে কাংঙ্খিত লক্ষ্য অর্জনে তাদের কার্যক্রম অটুট থাকবে বলে জানিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status