অনলাইন

দিঘলিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৩:৪৭ পূর্বাহ্ন

খুলনার   দিঘলিয়া   সদর   ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফিরোজ মোল্লার বিরুদ্ধে ইউনিয়নের হতদরিদ্রদের   জন্য   সরকারের   বরাদ্দকৃত   চাল   বিতরণে   অনিয়মের   অভিযোগ উঠেছে। তিনি ‘গ্রাম উন্নয়ন সমিতি’র নামে নিজস্ব কিছু লোকের মধ্যে   এ   চাল   বিতরণ   করে   বাকি   চাল   আত্মসাতের   পরিকল্পনা   করছেন   বলেও অভিযোগে রয়েছে। এ ঘটনায় ইউপির মধ্যে ৯ সদস্যের ৭ জনই এ বিষয়ে প্রতিকার   এবং   নীতিমালা   অনুযায়ী   প্রকৃত   উপকার ভোগীদের   মধ্যে বিতরণের   পদক্ষেপ  গ্রহণের জন্য   জেলা   প্রশাসকের   দপ্তরে   লিখিত   অভিযোগ দাখিল করেছেন। অভিযোগকারীরা   হলেন- ইউনিয়নের   ৬নং   ওয়ার্ডের   সদস্য   এবিএম আতিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, ৯নংওয়ার্ডের সদস্য মো. আজিজুর রহমান, ৭নং ওয়ার্ডের সদস্য মোল্লাহারুন-অর-রশীদ, ৫নং ওয়ার্ডের সদস্য খান বিপ্লব হোসেন এবং সংরক্ষিতওয়ার্ডের সদস্য হাফিজা খাতুন ও রিনা পারভীন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দুর্যোগকালীন ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য জেলা প্রশাসনের ত্রাণ শাখা থেকে ২ এপ্রিল২ হাজার ৯৬৮ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান মোল্লা  ফিরোজ বিষয়টি ইউপি সদস্যদের অবহিত না করে একতরফা ভাবে স্বার্থ সিদ্ধির জন্য নিজস্ব কিছু লোকের মধ্যে কিছু অংশ চাল বিতরণ করেছে।
বাকি চাল তিনি আত্মসাৎ করার পরিকল্পনা করছেন। এ অবস্থায় নীতিমালা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মধ্যে এ চাল বিতরণের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। ইউনিয়নের   ৬নং   ওয়ার্ডের   সদস্য   এবিএম   আতিকুল   ইসলাম,   ৮নংওয়ার্ডের সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, ৯নং ওয়ার্ডের সদস্য মো.আজিজুর রহমান, ৭নং ওয়ার্ডের সদস্য মোল্লা হারুন-অর-রশীদ অভিযোগকরে বলেন, জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করার পর তারা জানতে পেরেছেন,   সোমবার   বিকেলে   চেয়ারম্যান   নিজস্ব   লোকদিয়ে   গঠিত‘ গ্রাম উন্নয়ন সমিতি’র সদস্যদের মধ্যে এ চাল বিতরণ করেছেন। যে সমিতি   সম্পর্কে   তারা   কেউ   অবহিত   নন।   তিনি   একতরফাভাবে নির্বাচিত   সদস্যদের   না   জানিয়ে   একক   সিদ্ধান্তেই   এসব   অনিয়ম করছেন। এর প্রতিকার দাবি করেন তারা।
খুলনা   জেলা   প্রশাসক   মোহাম্মদ   হেলাল   হোসেন   বলেন,   তিনি   ইউপি সদস্যদের লিখিত অভিযোগের কপি হাতে পেয়েছেন। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মোল্লা ফিরোজ বলেন, তিনিমোট ৩২শ হতদরিদ্রের মধ্যে চাল বিতরণ করবেন। এর মধ্যে সোমবার গ্রাম উন্নয়ন সমিতির সদস্যসহ ৫৮৫ জনের মধ্যে চাল বিতরণ করেছেন। তবে, সরকারি   চালের   বরাদ্দ   তিনি   নীতিমালা   অনুযায়ী   বিতরণ   করেন।   ইউপি সদস্যদেরও দেন। কিন্তু তার ব্যক্তিগত অর্থে কেনা চালের বিষয়েও সদস্যরা অভিযোগ করছে বলেও দাবি করেছেন তিনি ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status