অনলাইন

সিলেটে করোনা পরীক্ষা শুরু

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৩:২০ পূর্বাহ্ন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিন ল্যাবে এসেছে করোনা সন্দেহে থাকা ১১৬ জনের নমুনা। এগুলো পর্যাক্রমে পরীক্ষা করা হবে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. ময়নুল হক জানিয়েছেন- সিলেটের এই ল্যাবে পরীক্ষা করা হলেও ফলাফল জানানো হবে ঢাকা থেকে। এখন যেসব নমুনার পরীক্ষার হচ্ছে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে আইইডিসিআরে। এরপর ওখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। তিনি জানান- প্রতিদিন দুই বেলা করে হলে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা যাবে। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানিয়েছেন- প্রথমে তিনটি লেভেলের প্রসেস শেষে পিসিআর মেশিনে দেওয়ার পর ১৪৫ মিনিট সময় লাগবে এই টেস্ট করতে। সবমিলিয়ে চার ঘন্টা লাগবে এই টেস্ট সম্পন্ন করতে। একই সাথে ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। সিলেটে পর্যাপ্ত কীট রয়েছে বলেও জানান তিনি। সিলেটে ল্যাবের কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনূসুর রহমান, উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। পরীক্ষার জন্য ল্যাবে মেডিকেল কলেজের ৪ জন অধ্যাপক ও ১০ জন টেকনিশিয়ান প্রতিদিন কাজ করবেন। এই পরীক্ষা করাতে কোনো ফি দেওয়া লাগবে না। তবে এই পরীক্ষা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। চিকিৎসকরা যাদের পরীক্ষার প্রয়োজন মনে করবেন এবং সিলেট বিভাগের ৪টি জেলার বিভিন্ন উপজেলা থেকে যে নমুনাগুলো আসবে সেগুলো এখানে পরীক্ষা করা হবে। প্রথমধাপে সিলেটে ল্যাব স্থাপন করা হয়নি। পরবর্তীতে পররাস্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের প্রচেষ্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এই ল্যাব স্থাপন করা হয়।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status