অনলাইন

পাকুন্দিয়ায় করোনা সন্দেহে ৩ জনের নমুনা সংগ্রহ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ২:৩৯ পূর্বাহ্ন

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় তিনজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আজ মঙলবার দুপুরে তাদের নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য ইন্সটিটিউট (আইপিএইচ) কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওই তিনজনসহ তাদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলাফল আসলেই বুঝা যাবে ওই তিনজন করোনা আক্রান্ত কি-না।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.জমির মো.হাসিবুস ছাত্তার জানান, ওই তিনজন জ্বর, সর্দি, কাশিসহ শ্বাসকষ্টে আক্রান্ত থাকায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা মহাখালীর জনস্বাস্থ্য ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। নমুনার প্রতিবেদন আসতে ৪-৫দিন সময় লাগবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status