অনলাইন

সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে ১৮এপ্রিল বসবে সংসদ অধিবেশন

সংসদ রিপোর্টার

৬ এপ্রিল ২০২০, সোমবার, ৫:২৬ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতা সত্তে¡ও সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে আগামী ১৮ এপ্রিল জাতীয় সংসদের নিয়মিত অধিবেশন বসবে। ওই দিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেছেন। আগামী ১৮ এপ্রিল বিকেল ৫টায় শেরে বাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন বসবে। সাংবিধানিক বাধ্য-বাধকতা অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্য-বাধকতা রয়েছে। সেক্ষেত্রে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। কারণ চলতি সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সংসদ সচিবালয় সূত্র জানায়, চলতি সংসদের সদস্য শামসুল রহমার শরীফ মারা যাওয়ায় অধিবেশনের শুরুতে শোক প্র¯Íাবের উপর আলোচনা হবে। তবে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে এই অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status