অনলাইন

জয়পুরহাটে ১০২ বস্তা ভিজিডির চাল সহ গ্রেপ্তার ২

জয়পুরহাট প্রতিনিধি

৬ এপ্রিল ২০২০, সোমবার, ৫:১৮ পূর্বাহ্ন

জয়পুরহাটের আক্কেলপুরে ১২০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। রোববার রাত সাড়ে দশটার দিকে রায়কালী ফিলিং স্টেশনের কাছে চালগুলো জব্দ করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২জনকে আটক করেছে। পরে ঘটনার সাথে জরিত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে থানায় মামলা শেষে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চাল বহনকারী ভটভটি থানায় জব্দ করে চালক ও হেলপারকে ছেড়ে দেয়া হয়েছে। চালগুলো ছিল সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভালনারেবল গ্রæপ ডেভেলপমেন্টের (ভিজিডি)। ওই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ৩৯২ জন ভিজিডি সুবিধাভোগীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। ওইদিন রাতে ভিজিডির চালবোঝাই একটি ভটভটি তিলকপুর থেকে আক্কেলপুরে আসার পথে রায়কালী ফিলিং ষ্টেশনের কাছে স্থানীয় লোকজন সেটি আটকায়। পরে তাঁরা পুলিশে খবর দিলে রাত সাড়ে দশটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিজিডির চালবোঝাই ভটভটিটি থানায় নিয়ে যায়।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, ১০২ বস্তা চালসহ ভটভটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দুই জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার  বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।   

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিউল ইসলাম বলেন, ভিজিডির চাল জব্দের ঘটনায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও সমবায় কর্মকর্তাকে সদস্য  করে  তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা  হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status