অনলাইন

দোহার-নবাবগঞ্জের অসহায়দের পাশে সালমান এফ রহমান

দোহার ও নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

৬ এপ্রিল ২০২০, সোমবার, ৪:৫১ পূর্বাহ্ন

করোনার সংক্রমণ এড়াতে চলমান সামাজিক দুরত্ব বজায় রাখার কর্মসূচির কারণে কর্মহীন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন দোাহার-নবাবগঞ্জের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকাারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তার নির্দেশনায় ফজলুর  রহমান  ফাউন্ডেশনের মাধ্যমে দোহার ও নবাবগঞ্জের সাধারণ মাানুুষের মাঝে ত্রাণ বিতরণ,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে পিপিই, মাস্ক, গ্লাভসসহ চিকিৎসা সামগ্রী প্রদান করা হচ্ছে। প্রথম ধাপে ৩১ মার্চ দোহার ও নবাবগঞ্জের  ২২টি   ইউনিয়ন  ও   দোহারের   একটি   পৌরসভার সাড়ে ৫ হাজার পরিবারকে চাল, ডাল,  আলু, লবণ ও  সাবানসহ ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। দিনমজুর, শ্রমজীবী কর্মহীন মানুষদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয়  ধাপে  ৪ঠা এপ্রিল দোহার ও নবাবগঞ্জের ১১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার  রিবা ও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম   সালাউদ্দীন মনজু জানান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে তালিকা প্রস্তুত এবং বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত কর্মহীন মানুষের নাম আহবান করা হয়। তা যাচাই বাছাই করে তালিকা তৈরি করে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে।  প্রধানমন্ত্রী  শেখ  হাসিনার  বেসরকারি   শিল্প   ও বিনিয়োগ   উপদেষ্টা  সালমান   এফ   রহমানের   নির্দেশনায় আমরা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছি। আমরা চাই এ ত্রাণ যাদের অধিকার তারা যেনো  সঠিক ভাবে পায়।
ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ বলেন, সালমান এফ রহমান দোহারের অভিভাবক। তিনি এই এলাকার মানুষের সর্বোচ্চ বিপদেও পাশে আছেন। ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে সহযোগিতা করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status