অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার পিপি এস এম ইউসুফের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

৬ এপ্রিল ২০২০, সোমবার, ৪:০২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউর এস এম ইউসুফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে...রাজিউন। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ রোববার সকাল ৮ টার দিকে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭৪ বছর।
এস এম ইউসুফ   ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক। জেলা আওয়ামীলীগ উপদেষ্টা, বর্নাঢ্য জীবনের অধিকারী ইউসুফের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে আইনজীবিসহ সকল মহলে। শোক জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
আজ বাদ আছর শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা মসজিদে তার নামাজে জানাযা হবে। এস এম ইউসুফ নবীনগরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন ১৯৪৭ সালের ১৪ই ফেব্রুয়ারী। আর আইন পেশায় নিয়োজিত হন ১৯৭৯ সালের ৩ রা ফেব্রুয়ারী। এরআগে ১৯৬৭ সালে ডিগ্রী পাশ করার পর তিনি বর্তমানে বিজয়নগর উপজেলার মেরাশানী স্কুলে শিক্ষকতায় নিয়োজিত হন।
ছাত্রজীবনে ছাত্রলীগের এক তুখোর নেতা ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নির্বাচিত জিএস ছিলেন তিনি। আওয়ামী রাজনীতিতে ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগে আইন সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘসময় । আদালত অঙ্গনে আইনজীবিদেরও প্রিয়মুখ ছিলেন তিনি।  শিল্প-সাহিত্যের অঙ্গনেও  ছিলো তার পদচারনা। এক সময় সাংবাদিকতাও করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বর্ষীয়ান নেতা, মুক্তিযুদ্ধে গেরিলা উপদেষ্টা, সদর আসনের প্রয়াত সংসদ সদস্য এডভোকেট লুৎফুল হাই সাচ্চু  এস এম ইউসুফের আপন খালাতো ভাই।  ইউসুফের আরেক ভাই সেলিমও ছিলেন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধের শেষ সময়ে পাকহানাদারদের হাতে নিহত হন তিনি। তার নামে নবীনগরে একটি গ্রাম 'সেলিমনগর' নামকরন করা হয়।
এসএম ইউসুফের মৃত্যুতে গভীর শোক জানিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, এস এম ইউসুফ চরম দু:সময়েও বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী রাজনীতির প্রতি খুবই নিবেদিতপ্রান ছিলেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগ এক অভিভাবককে হারাল।
প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা এবং  সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। এস এম ইউসুফ মৃত্যুকালে স্ত্রী,এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status