বাংলারজমিন

টাঙ্গাইলের ৩২ জনের করোনার নমুনা ঢাকায় প্রেরণ, নেগেটিভ ২২

ঘাটাইল ( টাঙ্গাইল) প্রতিনিধি

৬ এপ্রিল ২০২০, সোমবার, ৩:৫৫ পূর্বাহ্ন

করোনাভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে প্রাপ্ত  ৩২ জন ব্যক্তির দেহথেকে করোনা সন্দেহের নমুনা পাঠানো হয়েছে ঢাকার রোগতত্ত্ব, রোগ
নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর)। রোববার (৫ এপ্রিল) পর্যন্ত ২২ জনের রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।টাংগাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান সমন্নয়ক সিভিল সার্জন জানান, প্রতিটি উপজেলা থেকে করোনা ভাইরাস দেহে আছে কি না সেটা পরিক্ষার জন্য মোট ৩২ জন মানুষের দেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছিল।আনন্দের সংবাদ হচ্ছে এদের মধ্যে  ২২ জনেরই ফলাফল নেগেটিভ এসেছে।বাকী ১০ জনের রেজাল্ট এখনো পাইনি। বাকি রেজাল্ট গুলো দ্রুত পেয়ে যাবো আশা করি। যেহেতু এখন পর্যন্ত টাঙ্গাইলে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, সেহেতু আমরা আজকের দিন পর্যন্ত নিরাপদে আছি এ কথা স্বীকার করে নিতে হবে বলে জানিয়েছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.ওয়াহিদুজ্জামান।তিনি বিষয়টি শতভাগ নিশ্চিত করেছেন।প্রাপ্ত বিভিন্ন উপজেলার নমুনা সংগ্রহের মধ্যে রয়েছে সদর উপজেলার একজন, নাগরপুর উপজেলার দুইজন, মির্জাপুর উপজেলার দুইজন, বাসাইলউপজেলার একজন, সখীপুর উপজেলার আটজন,কালিহাতী উপজেলার দুইজন, ঘাটাইল উপজেলার দুইজন,মধুপুর উপজেলার পাঁচজন, ধনবাড়ি উপজেলার তিনজন,গোপালপুর উপজেলার চারজন ও ভূঞাপুর উপজেলার দুইজন রয়েছেন। এ ব্যাপারে  ডা.ওয়াহিদুজ্জামান বলেন, গেলো কয়দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩২ জনকে আমরা কোভিড-১৯, করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। এ পর্যন্ত ২২ জনের ফলাফল হাতে পেয়েছি। সবগুলোই নেগেটিভ এসেছে। বাকি রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি হাতে পাবো। আর নমুনা পরীক্ষার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status