বাংলারজমিন

যে কারণে গ্রেপ্তার সিলেটের শিউলী

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

৬ এপ্রিল ২০২০, সোমবার, ৩:৫৩ পূর্বাহ্ন

প্রতারনার ‘ষোলকলা’ পূর্ণ করে কারান্তরীণ হলেন সিলেটের শিউলি আক্তার। শিউলীকে এক নামেই চিনে সিলেটের মানুষ। অতীতে নানা বিতর্কের আলোচিত হয়েছেন তিনি। জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক। সিলেটের গার্ডেন টাওয়ারের বাসিন্দা তিনি। ভুয়া লন্ডনী কইন্যা সেজে প্রতারনা করাই ছিলো তার পেশা। প্রতারক চক্রও রয়েছে। জগন্নাথপুরে ভুয়া কনে সেজে প্রতারনা করতে গিয়ে ধরা পড়েছেন তিনি। প্রতারনার শিকার তার এক স্বামী আরেক স্বামীর ঘর থেকে পুলিশ দিয়ে আটক করিয়েছেন। দিয়েছেন থানায় মামলাও। সেই মামলায় রোববার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে।
গ্রেপ্তারকৃত শিউলী আক্তার বিশ্বনাথ উপজেলার কোনারাই গ্রামের তৌহিদ উল্লার মেয়ে। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সুমনা আক্তার ছাতকের দোহালিয়ার মৃত কাচা মিয়ার মেয়ে ও সীমা আক্তার নবীগঞ্জে ঘুলডুবা গ্রামের মৃত আজাদ মিয়ার মেয়ে। জগন্নাথপুরের আশরাফুল রহমান নামের একজনের মামলার প্রেক্ষিতে শনিবার রাতে জগন্নাথপুর উপজেলায় আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়- শিউলীর একটি প্রতারক সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটের সদস্যরা শিউলীকে ভুয়া লন্ডনী কইন্যা সাজিয়ে বিভিন্ন জায়গায় বিয়ে দেয়। তেমনি এক প্রতারক ওসমানীনগরের করনসী গ্রামের রহিমদ উল্লাহ। গত ফেব্রæয়ারি মাসে রহিম উল্লাহ লন্ডনী কইন্যা সন্ধান দেওয়ার কথা বলে জগন্নাথপুর উপজেলার লোহারগাও গ্রামের আশরাফুল ইসলামকে সিলেট শহরে নিয়ে আসে। সেখানে শিউলীকে লন্ডনী কইন্যা সাজিয়ে কনে দেখান। শিউলীকে পছন্দ হয় আশরাফুলের। এরপর গত ১০ই ফেব্রæয়ারি শিউলী নগদ ৫ লাখ টাকা কাবিন ও ৭ ভরি স্বর্নালঙ্কার গ্রহন করে আশরাফুলকে বিয়ে করেন। বিয়ের পর তিনি চলে যান আশরাফুলের সঙ্গে তার গ্রামের বাড়ি জগন্নাথপুরে। সেখানে স্বামী-স্ত্রীর মতো তারা বসবাস করেন। বিয়ের কিছু দিনের মাথায় শশুড় বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে আশরাফুলকে জানিয়ে দেন- ‘তার আর সর্ম্পক নেই। এখানেই শেষ।’ এর মোবাইল বন্ধ করে দেয়।

এদিকে- কয়েক দিন আগে শিউলী আশরাফুলের মতো জগন্নাথপুরের আশারকান্দির পাইকপাড়া গ্রামের কামরুল ইসলাম নামের আরেক জনকে বিয়ে করেন। বিয়ের পর শিউলী কামরুলের সঙ্গে তার বাড়িতে বসবাস করছিলো। বিষয়টি জানতে পারেন পূর্বে প্রতারনার শিকার হওয়া আশরাফুল। তিনি জগন্নাথপুর থানায় এ নিয়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে কামরুলের বাড়ি থেকে শিউলী ও তার সঙ্গে থাকা দুই কাজের মেয়েকে গ্রেপ্তার করে। জগন্নাথপুর খানের ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন- অভিযোগের প্রেক্ষিতে ভুয়া লন্ডনী কইন্যা শিউলী সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয় দেওয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status