বাংলারজমিন

করোনা বিপর্যয়েও গোয়ালাবাজারে নিয়মিত রোগী দেখবেন ডা: সাকিব

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

৬ এপ্রিল ২০২০, সোমবার, ২:০২ পূর্বাহ্ন

করোনা পরিস্থিতিতে সিলেটের ওসমানীনগরে প্রাইভেট চেম্বারে বসছেন না কোনো ডাক্তার। মাত্র কয়েকদিন আগেও প্রাইভেট চেম্বারে বসার জন্য তাগাদা থাকলেও এখন আর চিকিৎসকগণ আসছেন না। চিকিৎসকরা না আসায় বিপাকে পড়েছেন এই অঞ্চলের সাধারণ রোগীরা। । প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে জরুরি চিকিৎসার জন্য কোনো চিকিৎসক না পেয়ে রোগীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

সরকারি ছুটিতে বেশির ভাগ শিশু থেকে বৃদ্ধ জ্বরে কমবেশি আক্রান্ত। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের আতঙ্কে বেশির ভাগ চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন। পাশাপাশি রোগী নিয়ে যে হাসপাতালে যাবেন তেমন কোনো ব্যবস্থাও নেই। স্বজনরা বলছেন এমন পরিস্থিতি হলে অনেক মানুষ অন্য রোগে আক্রান্ত হয়ে মারা যাবে।

 করোনার এমন পরিস্থিতিতে ওসমানীনগরবাসীর জন্য আশার আলো হয়ে উঠেছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সাকিব আব্দুল্লাহ চৌধুরী। করোনার এমন বিপর্যস্থ সময়ে সাধারণ রোগীদের কথা ভেবে উপজেলার গোয়ালাবাজার বিবিয়ানা ফার্মেসীতে প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগী দেখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর এ সিদ্ধান্তকে রোগীদের জন্য আশার আলো হিসেবে দেখছেন উপজেলাবাসী।

কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, করোনায় ওসমানীনগর অঘোষিত লকডাউন হওয়ার পর থেকেই উধাও হয়ে গেছেন গোয়ালাবাজারের ডাক্তাররা। রোগীদের কথা না ভেবে তারা প্রাইভেট চেম্বারগুলো বন্ধ করে দিয়েছেন। এমতাবস্থায় আমরা বেশ কটিন পরিস্থিতিতে পড়েছি। এখন শুনছি ডাঃ সাকিব আব্দুল্লাহ চৌধুরী গোয়ালাবাজার রোগী দেখবেন। তাঁর এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। করোনার এমন পরিস্থিতিতে রোগীদের পাশে থাকায় ওসমানীনগরবাসী উনাকে সারাজীবন মনে রাখবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status