অনলাইন

জোরে কথা বলায় ৫ জনকে গুলি করে হত্যা!

তারিক চয়ন

৫ এপ্রিল ২০২০, রবিবার, ১০:২৫ পূর্বাহ্ন

আমি উচ্চস্বরে কথা বলছি সেটা অন্য কারও অসুবিধার কারণ হবে কেন! অনেকেই এমন ভেবে থাকেন। কিন্তু একবার নিজেকে অন্যের জায়গায় বসিয়ে দেখুন। পাবলিক বাসে, লাইব্রেরিতে, অথবা গভীর মনোযোগে যে কোনো কাজ করার সময় আপনার পাশে বসে যদি কেউ উচ্চস্বরে কথা বলে, কেমন লাগবে আপনার। বিষয়টি যে আপনার ভালো লাগবে না তা হলফ করেই বলা যায়। আর সেই ভালো না লাগার প্রতিক্রিয়া যে অনেক সময় ভীষণ ভয়াবহ হতে পারে তারই একটা নমুনা পাওয়া গেলো রাশিয়ায়। বিবিসি সূত্রে জানা গেছে, শনিবার রাশিয়ার এক ব্যক্তি তার বাড়ির বাইরে উচ্চস্বরে কথা বলার জন্য পাঁচজনকে গুলি করে হত্যা করেছেন। পুলিশ বলছে, মস্কো থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরবর্তী রিয়াজান অঞ্চলের ইয়েলাতমা গ্রামে এই গুলি চালানো হয়েছে। করোনাভাইরাসের কারণে অঞ্চলটি বর্তমানে লকডাউন রয়েছে। তদন্তকারী কর্মকর্তার ভাষ্য, লোকটি প্রথমে তার বারান্দা থেকে উচ্চস্বরে কথা বলা ওই লোকজনকে অভিযোগ করেছিলেন এবং তারপরই দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এর পর্যায়ে লোকটি একটি শিকার করার রাইফেল দিয়ে তাদের গুলি করেন। তদন্ত কমিটি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০ টার দিকে আহত ওই চার পুরুষ এবং এক নারী ঘটনাস্থলেই মারা যান। নাম প্রকাশ না করা সন্দেহভাজনকে পরে গ্রেপ্তার করা হয়। তার বাসা তল্লাশি করা হয় এবং অস্ত্রটি আটক করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status